Powered By Blogger

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১১

প্রাপক কি ই-মেইলটি পড়েছেন?


আপনার ই-মেইলটি প্রাপক পড়েছেন কি না সেটি সাধারণত জানার উপায় থাকে না। যদি এমন হতো যে আপনার ই-মেইলটি প্রাপক পড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে এবং সেটাতে লেখা থাকবে প্রাপকের মেইলটি পড়ার সময়, অবস্থান, আইপি ঠিকানা, কতবার পড়েছেন, ব্রাউজার নেম, অপারেটিং সিস্টেম ইত্যাদি ইত্যাদি। তাহলে কেমন হতো?
এই কাজটি চাইলেই করতে পারেন।এ জন্য প্রথমে www.spypig.com/farm/signin.php ঠিকানার ওয়েবসাইট থেকে Sign up Now-এ ক্লিক করে নিবন্ধন করে সাইন-ইন করুন। তারপর ১. Your email address-এ আপনি যে মেইল ঠিকানায় ই-মেইলটি পড়ার নোটিফিকেশন পেতে চান সেটি লিখুন। ২. Your message title-এ আপনার ই-মেইলের সাবজেক্ট নাম লিখুন। ৩. Select your SpyPig tracking image থেকে কোনো একটি ছবি নির্বাচন করে নিচের বাটনে ক্লিক করুন। এখন ৬০ সেকেন্ডের মধ্যে নিচের ছবিটি কপি করে ই-মেইল মেসেজের মধ্যে (বডি) পেস্ট করে আপনার ই-মেইলটি পাঠিয়ে দিন। এখন থেকে প্রাপক মেইলটি পড়লে সঙ্গে সঙ্গে SpyPigÊNotificationÊ নামে একটি মেইল আসবে আপনার ই-মেইলে।সেটিতে লেখা থাকবে প্রাপকের মেইলটি পড়ার সময়, অবস্থান, আইপি ঠিকানা, কতবার পড়েছেন, ব্রাউজার নেম, অপারেটিং সিস্টেম ইত্যাদি। —মো. আমিনুর রহমান

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১

লজ্জাবোধ

১৯৪৭ পরবর্তী পূর্ব পাকিস্তানে আমদানি-রফতানির সুবিধার্থে ভারত সরকারের কাছে সাময়িকভাবে কলকাতা বন্দর ব্যবহারের প্রস্তাব করলে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু অবজ্ঞাভরে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছিলেন,

"এটা এক অদ্ভুত রাষ্ট্রের আজব দাবি। একটি বিদেশি রাষ্ট্রের ভেতর দিয়ে তাদের দেশে যাওয়ার জন্য পথ, এটা নজিরবিহীন।"

আজ সেই পণ্ডিত নেহরুর বর্তমান প্রজন্ম বাংলাদেশের কাছে একাধিক চিরস্থায়ী করিডোর প্রাপ্তির আজবতর দাবি করতে এতটুকু লজ্জাবোধ করছে না, এটাই আশ্চর্য!