ল্যাপটপের ব্যাটারি দীর্ঘজীবী হোক
যারা
ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য নিয়ে এলাম, ল্যাপটপের ব্যাটারি কে
মনিটরিং করার জন্য ছোট একটি সফট। যার নাম BatteryCare নামের দারুন এক
সফটওয়্যার, যা দিয়ে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি, হার্ড ডিস্ক ও সিপিইউ
এর তাপমাত্রা কে দেখতে পারবেন এবং সে অনুযায়ী ল্যাপটপের ব্যাটারি কে
অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে রক্ষা করে ব্যাটারির আয়ুকে দীর্ঘ করে নিতে পারেন। এজন্য আপনাকে http://www.pchelplinebd.com/?p=30669 এখান থেকে ডাউনলোড করে নিতে হবে BatteryCare মাত্র 1.28 মেগাবাইট ও সম্পূর্ণ ফ্রী। ডাউনলোড করে ইন্সটল করুন।
চিত্রসহ সফটওয়্যার ব্যবহারের নিয়ম দেখুন এখানে-
http://www.pchelplinebd.com/?p=30669
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন