একটা নির্দিষ্ট সময় পর কম্পিউটার অটো শাট ডাউন করতে চাইলে Start>Run এ গিয়ে নিচের কমান্ড লিখতে হবে---
shutdown.exe -s -f -t *****
তারকাচিহ্নিত স্থানে আপনার পছন্দনীয় সময় লিখতে হবে সেকেন্ড এককে।
উদাহরণস্বরূপ ১ ঘন্টা পর শাট ডাউন করতে চাইলে কমান্ড হবে-shutdown.exe -s
-f -t 3600
আবার যদি কোন কারণে অটো শাটডাউন বাতিল করতে চাইলে Start>Run এ গিয়ে নিচের কমান্ড লিখতে হবে---shutdown.exe -a
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন