Powered By Blogger

বুধবার, ৮ জুন, ২০১১

 চট্টগ্রামে তৈরি হবে মিতসুবিশির গাড়ি


পাজেরোর স্পোর্টস ইউটিলিটি ভেহিকল গাড়ি

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি বাংলাদেশে গাড়ি তৈরি করবে। চলতি বছরই চট্টগ্রামে অবস্থিত প্রগতির প্ল্যান্টে এসইউভি গাড়ি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) পাজেরোর স্পোর্টস মডেলের উত্পাদন শুরু হবে। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ ১৯৭০ সাল থেকেই মিতসুবিশির সঙ্গে কাজ করে আসছে। চট্টগ্রামে তাদের প্ল্যান্টে পাজেরো স্পোর্টসের উত্পাদনের লক্ষ্যে মিতসুবিশি থাইল্যান্ড থেকে এর যন্ত্রাংশ সরবরাহ করবে।
বাংলাদেশে মিতসুবিশির বিভিন্ন মডেলের গাড়ির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। ২০১০ সালে বাংলাদেশে মিতসুবিশির বিক্রি বেড়েছে পঞ্চান্ন শতাংশ। বাংলাদেশে গাড়ির বাজারের পরিসরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করে প্রতিষ্ঠানটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন