হাসপাতালে নেয়ার পথে বাঁধা : হাসপাতালে নেয়ার পথে গ্রেফতার করা হতে পারে এমন আতঙ্কে চিকিত্সাহীন অবস্থায় দুই ঘণ্টা ন্যাম ভবনে পড়েছিলেন গুরুতর আহত জয়নুল আবদিন ফারুক। তাকে গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে নেয়ার পথেও পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন মেজবাহ উদ্দিন ফরহাদ এমপি। তিনি বলেন, হাসপাতালে চিকিত্সা করতে বাধা দেয়ার উদ্দেশ্যে গুলশান থানার ওসিসহ দুটি দল তাদের ফলো করে হাসপাতাল পর্যন্ত যায়। কিন্তু শারীরিক অবস্থা বেগতিক দেখে তারা পিছু হটে। তিনি আরও বলেন, চিকিত্সার অভাবে জয়নুল আবদিনের শারীরিক ক্ষতি হলে এর দায়ভার সরকারকে নিতে হবে। এদিকে হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, আহত জয়নুল আবদিনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি নিউরো সার্জন বজলুল করিমের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন। সকাল সাড়ে ১০টায় জরুরি বিভাগের চিকিত্সক ডা. হুমায়ুন আমার দেশকে বলেন, পরিষ্কার করার সময় তারা মাথা, দুই পায়ের হাঁটু ও বাঁ পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পূর্ণাঙ্গ পরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন