Powered By Blogger

শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১১

ছোট একটা প্রোগ্রাম কিন্তু অনেক দামি কাজ করে ।আপনার Ram এর গতি বাড়াতে সহায়ক হবে।

অনেক সময় দেখা যায় যে যারা দীর্ঘসময় ধরে পিসি চালালে প্রথম দিকের চাইতে শেষের দিকে পিসির গতি কিছুটা ধীর মনে হয় ।আপনি ছোট একটা প্রোগ্রাম দিয়ে মাঝে মাঝে গতি ধীর মনে হলে বাড়িয়ে নিতে পারেন।



 এজন্য আপনাকে নিচের পদ্ধতি অনুসরন করতে হবে। প্রথমে আপনি নোটপ্যাডে লিখুন         mystring=(80000000) এবার এটিকে *.vbe ফাইল আকারে সেভ করে ফেলুন

অথবা  myscript=(80000000) কোডটি ব্যাবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে *.vbs আকারে নোটপ্যাডটি সেভ করতে হবে।

এবার যখন আপনার পিসি একটু ধীর মনে হবে তখনই আপনি এই সেভ করা ফাইল যেকোন টিতে ক্লিক দিবেন দেখবেন আপনার পিসি আবার আগের গতি ফিরে পেয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন