উইন্ডোজের chkdsk কমান্ড অপশনটি ডিস্ক অপারেটিং সিস্টেম বা ডস থেকে হালের সব অপারেটিং সিস্টেমেই চলে আসছে। হার্ডডিস্কের বর্তমান অবস্থা কী রকম, সেটি পরীক্ষা করা এবং কোনো ত্রুটি বা ব্যাড সেক্টর থাকলে সেগুলো চিহ্নিত করতে এ কমান্ডটি ব্যবহার করা হয়। এর ফলে একদিকে হার্ডডিস্কের কর্মদক্ষতা যেমন বৃদ্ধি পায়, তেমনি পরবর্তী সময়ে ডেটা নষ্ট বা করাপ্ট হওয়ার হাত থেকেও বাঁচা যায়।
এ কমান্ডটি ব্যবহার করতে চাইলে কমান্ড প্রম্পট উইন্ডো খোলার প্রয়োজন হবে। উইন্ডোজ এক্সপি হলে, স্টার্ট বাটন চেপে রানে ক্লিক অথবা Windows Key + R চেপে রান টুল চালু করে বক্সে লিখতে হবে cmd এবং এন্টার চাপতে হবে। উইন্ডোজ ৭ হলে, স্টার্ট বাটনে ক্লিক করে লিখতে হবে cmd এবং তালিকায় কমান্ড প্রম্পট অপশন এলে তাতে ডান ক্লিক করে Run as administৎatoৎ অপশনে ক্লিক করুন।
কমান্ড প্রম্পট চালু হলে লিখতে হবে chkdsk C: /f। এর মানে হলো ড্রাইভ C: পরীক্ষা করে কোনো ত্রুটি পেলে সেটি সারিয়ে তোলা। এখানে C: ড্রাইভের জন্য কমান্ডটি লেখা হয়েছে, একইভাবে অন্যান্য ড্রাইভের জন্য এর পরিবর্তে সেই ড্রাইভের অক্ষরটি লিখতে হবে। যদি ওই ড্রাইভের কোনো ফাইল খোলা বা ব্যবহূত অবস্থায় থাকে, তাহলে কম্পিউটার পরবর্তী সময়ে চালু হলে হার্ডডিস্ক পরীক্ষা করা হবে কি না সে ব্যাপারে কমান্ড প্রম্পটে নির্দেশনা চাইতে পারে। সে ক্ষেত্রে Y লিখে এন্টার চাপুন। এই কমান্ড ব্যবহার করে আরও বাড়তি কিছু সুবিধা পেতে চাইলে chkdsk /? লিখে এন্টার চাপলে কমান্ডের নিয়মগুলো দেখা যাবে।
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে আবার ভিন্ন কমান্ড প্রম্পট ব্যবহার করা হয়। Windows Key + S চেপে অথবা শুধু উইন্ডোজ কি চেপে লিখুন cmd এবং এন্টার চেপে কমান্ড প্রম্পট খুলুন। এবার তাতে chkdsk C: /scan লিখে এন্টার চাপলে হার্ডডিস্ক স্ক্যান করা শুরু হবে এবং সিস্টেম ফাইলে এর একটি তালিকা জমা হবে। কোনো ত্রুটি পাওয়া গেলে সেগুলো সারিয়ে তোলার জন্য লিখতে হবে chkdsk C: /spotfix। নতুন এই কমান্ডে কম্পিউটার রিস্টার্ট দেওয়া ছাড়াই কাজটি করা যায়, যা উইন্ডোজের আগের সংস্করণগুলোতে সুবিধাটি ছিল না। — মঈন চৌধুরী
http://www.prothom-alo.com/technology/article/168811/%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%9C%E0%A7%87_%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0_%E0%A6%95%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8_%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF
এ কমান্ডটি ব্যবহার করতে চাইলে কমান্ড প্রম্পট উইন্ডো খোলার প্রয়োজন হবে। উইন্ডোজ এক্সপি হলে, স্টার্ট বাটন চেপে রানে ক্লিক অথবা Windows Key + R চেপে রান টুল চালু করে বক্সে লিখতে হবে cmd এবং এন্টার চাপতে হবে। উইন্ডোজ ৭ হলে, স্টার্ট বাটনে ক্লিক করে লিখতে হবে cmd এবং তালিকায় কমান্ড প্রম্পট অপশন এলে তাতে ডান ক্লিক করে Run as administৎatoৎ অপশনে ক্লিক করুন।
কমান্ড প্রম্পট চালু হলে লিখতে হবে chkdsk C: /f। এর মানে হলো ড্রাইভ C: পরীক্ষা করে কোনো ত্রুটি পেলে সেটি সারিয়ে তোলা। এখানে C: ড্রাইভের জন্য কমান্ডটি লেখা হয়েছে, একইভাবে অন্যান্য ড্রাইভের জন্য এর পরিবর্তে সেই ড্রাইভের অক্ষরটি লিখতে হবে। যদি ওই ড্রাইভের কোনো ফাইল খোলা বা ব্যবহূত অবস্থায় থাকে, তাহলে কম্পিউটার পরবর্তী সময়ে চালু হলে হার্ডডিস্ক পরীক্ষা করা হবে কি না সে ব্যাপারে কমান্ড প্রম্পটে নির্দেশনা চাইতে পারে। সে ক্ষেত্রে Y লিখে এন্টার চাপুন। এই কমান্ড ব্যবহার করে আরও বাড়তি কিছু সুবিধা পেতে চাইলে chkdsk /? লিখে এন্টার চাপলে কমান্ডের নিয়মগুলো দেখা যাবে।
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে আবার ভিন্ন কমান্ড প্রম্পট ব্যবহার করা হয়। Windows Key + S চেপে অথবা শুধু উইন্ডোজ কি চেপে লিখুন cmd এবং এন্টার চেপে কমান্ড প্রম্পট খুলুন। এবার তাতে chkdsk C: /scan লিখে এন্টার চাপলে হার্ডডিস্ক স্ক্যান করা শুরু হবে এবং সিস্টেম ফাইলে এর একটি তালিকা জমা হবে। কোনো ত্রুটি পাওয়া গেলে সেগুলো সারিয়ে তোলার জন্য লিখতে হবে chkdsk C: /spotfix। নতুন এই কমান্ডে কম্পিউটার রিস্টার্ট দেওয়া ছাড়াই কাজটি করা যায়, যা উইন্ডোজের আগের সংস্করণগুলোতে সুবিধাটি ছিল না। — মঈন চৌধুরী
http://www.prothom-alo.com/technology/article/168811/%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%9C%E0%A7%87_%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0_%E0%A6%95%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8_%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন