আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রতিবেদক অলিউল্লাহ নোমানকে নজিবিহীনভাবে শাস্তি দিয়েছিল খায়রুল হকের নেতৃত্বাধীন আদালত। মাহমুদুর রহমানকে আদালত অবমাননা মামলার শুনানি চলাকালে দৃষ্টিকটুভাবে আক্রমণ করেন স্বয়ং প্রধান বিচারপতি। তাকে ‘চান্স এডিটর’ বলে সম্বোধন করেন এজলাসে বসে। বিচারের পরিবর্তে আসামির বিপক্ষে স্পষ্ট অবস্থান নেন খায়রুল হক। দেশের সংবাদমাধ্যম একচেটিয়া সরকারবান্ধব হওয়ায় তা ততটা হইচই না হলেও আন্তর্জাতিকভাবে তা ব্যাপক সমালোচিত হয়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় একজন সম্পাদক যখন নানানভাবে নিগৃহীত হচ্ছিলেন তখন স্বয়ং উচ্চ আদালত রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করা সভ্য বিশ্বে নজিরবিহীন। এখন সুযোগ এসেছে মাহমুদুর রহমানের। এই প্রধান বিচারপতির নানা অনিয়ম তুলে ধরছেন ব্যঙ্গাত্মক ভঙ্গিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন