Powered By Blogger

শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১১

প্রিমিয়াম কুকি ব্যবহার করে প্রিমিয়াম ইউসার হওয়ার বিস্তারিত নিয়ম।

আমরা সবাই কমবেশী ফাইল ইন্টারনেট হতে ডাউনলোড করে থাকি। কিন্তু সব সাইট বা ফোরাম তাদের ফাইলসমূহ Mediafire এ আপলোড করে না। বলতে গেলে ৮০% সাইট তাদের ফাইলসমূহ রেপিডশেয়ার, হটফাইল, ফাইলসনিক, মেগাআপলোড, ফাইলসার্ভ ইত্যাদি সাইটে আপলোড করে থাকে। কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া এসব সাইট থেকে কোন ফাইল ডাউনলোড করা অত্যন্ত ঝামেলার কাজ। রিজিউম সাপোর্ট পাওয়া যায় না, ক্যাপচা এন্ট্রি করতে হয়, প্যারালাল ডাউনলোড করতে যায় না, কিছু সময় ওয়েট করতে হয় এছাড়া আরও অনেক ঝামেলা থাকে।
প্রিমিয়াম কুকি দিয়ে প্রিমিয়াম ইউসারের মতই ডাউনলোড করা যায়। প্রিমিয়াম কুকি ফায়ারফক্সে ব্যবহার করতে হলে এখান থেকে অ্যাড-অনটি ডাউনলোড করে ইন্সটল করুন। এবার ফায়ারফক্স রিস্টার্ট দিয়ে Tools> Cookies Manager+ এ যান। এবার নিচের ছবির মত Search বক্সে Filesonic লিখুন।
এখানে লক্ষ্য করুন PHPSESSID নামে কোন ভ্যালু আছে কিনা। যদি থাকে তাহলে ContenT বক্সে আপনার প্রিমিয়াম কুকিটি Paste করে Save করে ক্লোজ করুন। এবার Filesonic.com এ ঢুকলে দেখতে পাবেন আপনি প্রিমিয়াম ইউসার হয়ে গেছেন। এবার কোন ফাইলসনিকের ফাইল কপি করে অ্যাড্রেসবারে পেস্ট করলেই ডাউনলোড শুরু হবে।
যদি PHPSESSID ভ্যালু না থাকে, তাহলে Cookies Manager ওপেন করে Search বক্সে Filesonic লিখুন। তারপর অ্যাড বাটনে ক্লিক করুন। এবার নিচের ছবির মত Nameবক্স এ লিখুন PHPSESSID, Content এর ঘরে আপনার প্রিমিয়াম কুকি, Host এর ঘরে .filesonic.com(ডট দিতে হবে) এবং Path এর ঘরে / দিন। এবার আগের মত সেভ করে ক্লোজ করে ব্যবহার শুরু করুন।
উপরে শুধু ফাইলসনিকের নিয়ম দেখিয়েছি। যদি অন্য সাইট হয়, যেমন- Hotfile.com বা Fileserve.com, তাহলে শুধু Name, Content এবং Host পরিবর্তন হবে। হোস্ট এর ঘরে লিখবেন .hotfile.com বা .fileserve.com বা অন্য কোন সাইট। Content এর ঘরে সেই সাইটের প্রিমিয়াম কুকি এবং Name এর ঘরে নিচের মত সাইটের নাম অনুযায়ি Name দিনঃ-
  • Filesonic.com এর জন্য Search করুন filesonic এবং নেম হিসাবে দিন PHPSESSID
    Hotfile.com এর জন্য Search করুন hotfile এবং নেম হিসাবে দিন auth
    Megaupload.com এর জন্য Search করুন megaupload এবং নেম হিসাবে দিন user
    Rapidshare.com এর জন্য Search করুন rapidshare এবং নেম হিসাবে দিন enc
    Fileserve.com এর জন্য Search করুন fileserve এবং নেম হিসাবে দিন PHPSESSID
    Oron.com এর জন্য Search করুন oron এবং নেম হিসাবে দিন xfss
    Depositfiles এর জন্য Search করুন depositfiles এবং নেম হিসাবে দিন autologin
    Netload.in এর জন্য Search করুন netload এবং নেম হিসাবে দিন cookie_user

ভিডিও ধারণ করুন আপনার কম্পিউটারের স্ক্রীন


আসসালামুয়ালাইকুম।আশা করি সবাই ভাল আছেন।
আজ আপনাদের সাথে খুবই দরকারি একটি সফ্টওয়্যার শেয়ার করব।আশা করি
সবার ভাল লাগবে।
আমরা অনেক সময় বিভিন্ন মেসেন্জারে বন্ধুদের সাথে ভিডিও এবং ভেয়স চ্যাট
করি।হয়ত এই ভিডিও এবং কথাগুলো ধারণ করতে হতে পারে।
এছাড়া এটি টিউটোরিয়াল এর কাজে লাগবে।আপিন চাইলেই আপনার স্ক্রীনের নিদৃষ্ট
অংশকে ধারণ করতে পারেবন খুব সহজেই।
সফ্টওয়্যরটি ফুল ভার্সন হওয়ায় কোন লিমিটেশন ছাড়াই ভিডিও রেকর্ড করতে
পারবেন।
চলুন শুরূ করা যাকঃ
প্রথমে এখানে ক্লিক করে ৫ সেকেন্ড অপেক্ষা করে SKIP AD এ ক্লিক করে সফ্টওয়্যারটি নামিয়ে নিন।
.rar ফাইল থেকে মূল ফাইলে যেয়ে Easy Video Capture
ফাইেল ডাবল ক্লিক করে সেটাপ করুন।এর পর নিচের ছবিটির মত আসবে।
Try এ ক্লিক করে একবার ওেপন করুন।উপরে Help থেকে About এ
ক্লিক করেলই ছিবিটির মত দেখাবে যে আপিন Trial ভার্সন ইউজ করেছন।
চলুন ফুল ভার্সন করে নিই।তার আগে সফ্টওয়্যরটি ক্লোজ কের নিন।টাস্কবার
থেকেও ক্লোজ কের দিন।
এরপর মূল ফাল্ডার থেকে VideoCap নামের ফাইলটিকে কপি করে
C:\Program Files\Easy Video Capture এ পেষ্ট
করুন।
ব্যস কাজ শেষ।আবার উপরে Help থেকে About এ ক্লিক করলেই ছবিটির
মত দেখাবে যে আপিন Full ভার্সন ইউজ করছেন।
সফ্টওয়্যরটি ওেপন করুন।ছবির মত আউটপুট ফাল্ডার নির্বাচন করুন।
এরপর Recording এ ক্লিক করলে ছবির মত মাউেসর লেফ্ট বাটন দিয়ে ধরে রেখে শুধুমাত্র যেই জায়গাটা ভিডিও করবেন তা সিলেক্টক করুন।
যতক্ষন ইচ্ছে ভিডিও ধারণ করুন।
মনে রাখেবন ভিডিওগুলা .avi HD
ফরম্যাট এ ধারন করা হয়।প্রতিবার রেকর্ডিং এর সময় নতুন ফাইলটির নাম দিয়ে
সেভ করবেন।তা না হলে আগের ধারণকৃত ফাইলটি চলে যাবে।
এছাড়া ভেয়স রেকর্ডিং এর জন্য আপনার microphone যদি অটো না পায়
তবে Record Options থেকে ঠিক করে নিন।
সাথে দেওয়া ইনফো PDF ফাইলটি পড়তে ও ভাল লাগলে জানাতে ভুলবেননা।
ধন্যবাদ।সবাই ভাল থাকুন।

ছোট একটা প্রোগ্রাম কিন্তু অনেক দামি কাজ করে ।আপনার Ram এর গতি বাড়াতে সহায়ক হবে।

অনেক সময় দেখা যায় যে যারা দীর্ঘসময় ধরে পিসি চালালে প্রথম দিকের চাইতে শেষের দিকে পিসির গতি কিছুটা ধীর মনে হয় ।আপনি ছোট একটা প্রোগ্রাম দিয়ে মাঝে মাঝে গতি ধীর মনে হলে বাড়িয়ে নিতে পারেন।



 এজন্য আপনাকে নিচের পদ্ধতি অনুসরন করতে হবে। প্রথমে আপনি নোটপ্যাডে লিখুন         mystring=(80000000) এবার এটিকে *.vbe ফাইল আকারে সেভ করে ফেলুন

অথবা  myscript=(80000000) কোডটি ব্যাবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে *.vbs আকারে নোটপ্যাডটি সেভ করতে হবে।

এবার যখন আপনার পিসি একটু ধীর মনে হবে তখনই আপনি এই সেভ করা ফাইল যেকোন টিতে ক্লিক দিবেন দেখবেন আপনার পিসি আবার আগের গতি ফিরে পেয়েছে।

ল্যাপটপের ব্যাটারি দীর্ঘজীবী হোক

যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য নিয়ে এলাম, ল্যাপটপের ব্যাটারি কে মনিটরিং করার জন্য ছোট একটি সফট। যার নাম BatteryCare নামের দারুন এক সফটওয়্যার, যা দিয়ে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি, হার্ড ডিস্ক ও সিপিইউ এর তাপমাত্রা কে দেখতে পারবেন এবং সে অনুযায়ী ল্যাপটপের ব্যাটারি কে অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে রক্ষা করে ব্যাটারির আয়ুকে দীর্ঘ করে নিতে পারেন। এজন্য আপনাকে http://www.pchelplinebd.com/?p=30669 এখান থেকে ডাউনলোড করে নিতে হবে BatteryCare মাত্র 1.28 মেগাবাইট ও সম্পূর্ণ ফ্রী। ডাউনলোড করে ইন্সটল করুন।
চিত্রসহ সফটওয়্যার ব্যবহারের নিয়ম দেখুন এখানে-
http://www.pchelplinebd.com/?p=30669

রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

মানুষ তাই পায়, যা সে করে

এক ছোট্ট ছেলে তার আব্বুর সাথে পাহাড়ের পাশে হাঁটছিল । হঠাৎ একসময় পড়ে গিয়ে আঘাত পেল ছেলেটা। ব্যাথা পেয়ে বলে উঠলো, “আহ…”
ছেলেটিকে অবাক করে দিয়ে পাহাড়ের কোন এক জায়গা থেকে আওয়াজের পুনরাবৃত্তি হলো, “আহ…”

উৎসুক ছেলেটি চিৎকার করে জানতে চাইলো, “কে?”
উত্তর আসলো, “কে?”

ছেলেটি তখন চিৎকার করে বললো, “তুমি খুব ভাল”।
অজানা কণ্ঠে উত্তর, “তুমি খুব ভাল”।

প্রচণ্ড রেগে গিয়ে ছেলেটি বললো, “কাপুরুষ!”
উত্তর আসলো, “কাপুরুষ!”

ছেলেটি ভয় পেয়ে তার আব্বুকে জিজ্ঞেস করলো, “কি হচ্ছে এসব?”
স্মিতহাস্যে আব্বু বললো, “বাবা, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা কর”।

ছেলেটি তখন পাহাড়ের দিকে উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে বললো, “ঠিক আছে। তুমিই জিতেছ”।
কণ্ঠস্বরের উত্তর, “ঠিক আছে। তুমিই জিতেছ”।

হতভম্ব ছেলেটি তখনও কিছু বুঝতে পারলোনা। ফ্যাল ফ্যাল করে আব্বুর দিকে তাকিয়ে রইলো।
তার বাবা তাকে বোঝালো, “মানুষ এটাকে প্রতিধ্বনি বলে, কিন্তু আসলে এটাই হচ্ছে জীবন। তুমি যা বলো কিংবা কর এটা তোমাকে তা-ই ফিরিয়ে দেয়। আমাদের জীবনটা হচ্ছে আমাদের কৃতকর্মেরই প্রতিফলন । তুমি যদি বেশি ভালবাসা চাও, অন্যকে বেশি বেশি ভালবাস। তুমি যদি অন্যের কাছ থেকে ভাল কিছু আশা কর, নিজে ভাল হয়ে যাও । আমাদের জীবনের সবকিছুর ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তুমি জীবনকে যা দিয়েছ, জীবন তোমাকে ঠিক সেটাই ফিরিয়ে দেবে। ”

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

ইমেইল দাতার আইপি অনুসন্ধান :

আপনার মেইলবক্স খুলুন। তার থেকে যেকোন একটি ইমেইল খুলুন। Reply-তে ক্লিক করুন। এবার Show original এ ক্লিক করুন। এখন যে তথ্যগুলো আসবে সেগুলো খুব ভালোভাবে খেয়াল করুন। সেখানেই আপনি হয়ত ইমেইল দাতার আইপি দেখতে পাবেন। কিন্তু gmail থেকে যদি কেউ আপনাকে মেইল করে তাহলে এই পদ্ধতি অনুসারে আপনি আইপি খুজে পাবেন না। এখন উপায়? হ্যা হ্যা অস্থির হবেন না। এক্ষুনি তা বলছি।
আসলে মূল ব্যাপারটি হচ্ছে gmail সবসময় https ব্যবহার করে। আমরা সাধারনত ওয়েবসাইটের এড্রেসে দেখতে পাই http যার সম্পূর্ণ রূপ হচ্ছে Hyper Text Transfer Protocol. আর https হচ্ছে এই http এর secured রূপ। আশা করি বুঝতে পেরেছেন। যার কারনেই জিমেইলে আপনি আইপি খুজে পাবেন না। এখন যেই পদ্ধতিটির কথা আপনাদের বলব সেটি হচ্ছে প্রায় সব ধরনের ইমেইল এড্রেস (ইয়াহুমেইল, জিমেইল, এমএসএন ইত্যাদি) থেকে আইপি বের করার পদ্ধতি।
প্রথমেই http://readnotify.com সাইটটি খুলুন।
এরপর এখানে রেজিষ্ট্রেশন করুন।
এখন আপনি যার ইমেইল এড্রেস অনুসন্ধান করতে চান তার বরারব একটি মেইল লিখুন। এবার ইমেইল টু সেকশন এরিয়ায় লিখুন victim’semailid.rednotify.com
পাঠিয়ে দিন। যখন সে ইমেইলটি পড়বে তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার রিডনোটিফাই একাউন্টে তার আইপি চলে আসবে। আসলে রিডনোটিফাই একটি স্বয়ংক্রিয় লুকানো ছবি আপনার ইমেইলের সাথে ঐ ব্যাক্তি বরাবর পাঠিয়ে দেয়। যার ফলে আপনি তার আইপি পেয়ে যান। পদ্ধতিটি খুব কাজের।

শনিবার, ১২ নভেম্বর, ২০১১

অটো শাট ডাউন

একটা নির্দিষ্ট সময় পর কম্পিউটার অটো শাট ডাউন করতে চাইলে Start>Run এ গিয়ে নিচের কমান্ড লিখতে হবে---
shutdown.exe -s -f -t *****
তারকাচিহ্নিত স্থানে আপনার পছন্দনীয় সময় লিখতে হবে সেকেন্ড এককে। উদাহরণস্বরূপ ১ ঘন্টা পর শাট ডাউন করতে চাইলে কমান্ড হবে-shutdown.exe -s -f -t 3600
আবার যদি কোন কারণে অটো শাটডাউন বাতিল করতে চাইলে Start>Run এ গিয়ে নিচের কমান্ড লিখতে হবে---shutdown.exe -a

বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১১

আবুল হোসেনের মন্ত্রী হওয়া প্রসঙ্গে গোলাম মাওলা রনি সে জোরে দৌড় দিল, সত্যিই সে ফার্স্ট হলো

এবার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মন্ত্রিত্ব পাওয়ার গল্প শোনালেন পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনি। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের টক শো তৃতীয় মাত্রায় তিনি এ কাহিনি শোনান।
অনুষ্ঠানের সঞ্চালক জিল্লুর রহমানকে টক শোর একপর্যায়ে আবুল হোসেনের যোগাযোগমন্ত্রী হওয়া প্রসঙ্গে গোলাম মাওলা বলেন, ‘মন্ত্রী হওয়ার কাহিনি যদি শোনেন, এটা প্রধানমন্ত্রীর একটি গিফট (উপহার) বলা যায়।’ জিল্লুর তখন সাংসদের কাছে এ কাহিনি জানেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই।’ জিল্লুর বলেন, ‘শোনাবেন?’ অবশ্যই বলে গল্পটি শুরু করেন রনি।



অনুষ্ঠানে সাংসদ রনি তখন বলতে থাকেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধীদলীয় নেত্রী ছিলেন, সম্ভবত ২০০৫, ’০৪, ’০৬ সালে, তখন তিনি একবার চীন ভ্রমণে গেলেন। সেখানে হ্যাংঝো প্রদেশে ওয়েস্ট লেক আছে। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মধ্যে একটা সরলতা কাজ করে। অনেক সময় তিনি গান শুরু করেন, আলাপ-আলোচনা করেন, একটা পারিবারিক আবহ সৃষ্টি করেন। ওয়েস্ট লেকের ওই পরিবেশে গিয়ে হঠাত্ তার কী যে মনে হলো, তিনি বলেন যে, ‘একটা বাঁশি ম্যানেজ করো তো। যেভাবেই হোক একটা বাঁশি ম্যানেজ করা হলো।’
সাংসদ রনি বলেন, ‘প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সঙ্গে সাবের হোসেন চৌধুরী ছিলেন, ওবায়দুল কাদের ছিলেন এবং সৈয়দ আবুল হোসেন (বর্তমান যোগাযোগমন্ত্রী) ছিলেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে রনি বলেন, প্রধানমন্ত্রী বললেন, ‘আমি বাঁশিতে একটা ফুঁ দেব। তোমরা তিনজন দৌড় দেবে। দৌড়ে যে ফার্স্ট হবে, তাকে আমি মন্ত্রী বানাব।’"
বর্ণনা করে চলেন রনি, এখন যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন, তাই ওবায়দুল কাদের, সাবের হোসেন চৌধুরী উনারাও ...দৌড় দিলেন। কিন্তু সৈয়দ আবুল হোসেন টুক ইট ভেরি সিরিয়াসলি। সে জোরে দৌড় দিল, দৌড় দিয়ে সত্যিই সে ফার্স্ট হলো। ফিরে এসে তিনি প্রধানমন্ত্রীকে বলছেন, ‘আপনি আমাকে কমিটমেন্ট করেছেন, আমাকে মন্ত্রী বানাতে হবে এবং যোগাযোগমন্ত্রী।’"
রনি আবারও প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, ‘প্রধানমন্ত্রী যতই বারবার বলেন না কেন, আমি তোমার সঙ্গে দুষ্টামি করেছি। আমি এখন বিরোধীদলীয় নেত্রী...আগামীতে ক্ষমতায় আসব কি না আসব, তার ইয়ত্তা নাই, কীসব কথাবার্তা বলো।’ তিনি বললেন, ‘না আপনি হবেন। আমাকে কথা দিতে হবে যোগাযোগমন্ত্রী। এবং এমপি হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীকে সেই কমিটমেন্ট স্মরণ করিয়ে দিলেন।’ এই হলো তাঁর যোগাযোগমন্ত্রী হওয়ার সত্যিকার ইতিহাস। এর বাইরে যা কিছুই বলেন, ‘ইটস নট দ্য রিয়েলিটি’ (কিছুই সত্য না)। আমরা তো কাছাকাছি থাকি, অনেক জিনিসই জানি।'
সাংসদ রনি জাতীয় সংসদে যোগাযোগমন্ত্রীকে নিয়ে হাসাহাসি করে উল্লেখ করে অনুষ্ঠানে বলেন, ‘মাননীয় যোগাযোগমন্ত্রী নিজেকে এমনভাবে চেনান, আমরা আসলে তাঁকে ওইভাবে চিনি না। যেমন আমরা যখন সংসদে উনাকে প্রশ্ন করি, উনি উত্তর দেন। তিনি সকলের নাম আরবিতে, সেটার বাংলা অর্থ কী, তিনি সেটা অনেকক্ষণ ধরে ব্যাখ্যা দেন। সমস্ত সংসদে তিনি ঠাট্টা-মশকরা করেন। উনি বোঝেন না যে এটা নিয়ে উনাকে ঠাট্টা করা হচ্ছে। তিনি (যোগাযোগমন্ত্রী) মনে করেন সবাই তো হাসাহাসি করছে, মনে হয় তাঁর প্রশংসা করছে, এই একটি ব্যাপার।’
সাংসদ রনি অনুষ্ঠানে আরও বলেন, ‘ছয়-সাত মাস আগে তিনি বললেন, রনি সারা পৃথিবীতে ট্রান্সপোর্ট মিনিস্টার মানে বিমান মন্ত্রণালয় তাঁর অধীনে থাকে। যোগাযোগ ও নৌপরিবহনও তাঁর অধীনে থাকবে। আমি তো এই কাজগুলো এত দক্ষতার সঙ্গে করার পরও আমার হাতে প্রচুর সময়। বিমান চালাতে পারছে না। না পারলে আমাকে দিক, যদি নৌপরিবহনমন্ত্রী না চালাতে পারে, আমাকে দিক। আমি সবগুলো চালাতে পারি। কীভাবে কাজ করতে হয় আমি দেখিয়ে দিতে চাই। আজ থেকে ছয় মাস আগে এই হলো তাঁর অনুভূতি।’
পদ্মা সেতুর ঋণ সহায়তা চুক্তি স্থগিত হওয়া প্রসঙ্গে গোলাম মাওলা বলেন, ‘আশ্চর্য একটি ব্যাপার, মানুষ যে কোনো পরিবেশে, মানুষ যখন মারা যায়, তখন আপনার যত রকম শক্র মারা যাক, আপনি হাসতে পারেন না। এত বড় একটি পদ্মা সেতু নিয়ে কেলেঙ্কারি হলো, এতকিছু হলো। তিনি এয়ারপোর্টে নেমে সাংবাদিকদের সঙ্গে যেভাবে ভাব-বিনিময় করছেন, তথ্য-বিনিময় করছেন এবং হাসাহাসি করছিলেন। সমস্ত মানুষ তাঁর সেন্স অব হিউমার, দায়িত্ব এবং কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।’

ভিটিওচিত্রটি চ্যানেল আই ও ফেসবুকের সৌজন্যে

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১১

প্রাপক কি ই-মেইলটি পড়েছেন?


আপনার ই-মেইলটি প্রাপক পড়েছেন কি না সেটি সাধারণত জানার উপায় থাকে না। যদি এমন হতো যে আপনার ই-মেইলটি প্রাপক পড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে এবং সেটাতে লেখা থাকবে প্রাপকের মেইলটি পড়ার সময়, অবস্থান, আইপি ঠিকানা, কতবার পড়েছেন, ব্রাউজার নেম, অপারেটিং সিস্টেম ইত্যাদি ইত্যাদি। তাহলে কেমন হতো?
এই কাজটি চাইলেই করতে পারেন।এ জন্য প্রথমে www.spypig.com/farm/signin.php ঠিকানার ওয়েবসাইট থেকে Sign up Now-এ ক্লিক করে নিবন্ধন করে সাইন-ইন করুন। তারপর ১. Your email address-এ আপনি যে মেইল ঠিকানায় ই-মেইলটি পড়ার নোটিফিকেশন পেতে চান সেটি লিখুন। ২. Your message title-এ আপনার ই-মেইলের সাবজেক্ট নাম লিখুন। ৩. Select your SpyPig tracking image থেকে কোনো একটি ছবি নির্বাচন করে নিচের বাটনে ক্লিক করুন। এখন ৬০ সেকেন্ডের মধ্যে নিচের ছবিটি কপি করে ই-মেইল মেসেজের মধ্যে (বডি) পেস্ট করে আপনার ই-মেইলটি পাঠিয়ে দিন। এখন থেকে প্রাপক মেইলটি পড়লে সঙ্গে সঙ্গে SpyPigÊNotificationÊ নামে একটি মেইল আসবে আপনার ই-মেইলে।সেটিতে লেখা থাকবে প্রাপকের মেইলটি পড়ার সময়, অবস্থান, আইপি ঠিকানা, কতবার পড়েছেন, ব্রাউজার নেম, অপারেটিং সিস্টেম ইত্যাদি। —মো. আমিনুর রহমান

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১

লজ্জাবোধ

১৯৪৭ পরবর্তী পূর্ব পাকিস্তানে আমদানি-রফতানির সুবিধার্থে ভারত সরকারের কাছে সাময়িকভাবে কলকাতা বন্দর ব্যবহারের প্রস্তাব করলে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু অবজ্ঞাভরে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছিলেন,

"এটা এক অদ্ভুত রাষ্ট্রের আজব দাবি। একটি বিদেশি রাষ্ট্রের ভেতর দিয়ে তাদের দেশে যাওয়ার জন্য পথ, এটা নজিরবিহীন।"

আজ সেই পণ্ডিত নেহরুর বর্তমান প্রজন্ম বাংলাদেশের কাছে একাধিক চিরস্থায়ী করিডোর প্রাপ্তির আজবতর দাবি করতে এতটুকু লজ্জাবোধ করছে না, এটাই আশ্চর্য!

শনিবার, ৬ আগস্ট, ২০১১

ইকোনোমিস্টের প্রতিবেদনই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রমাণ করে: মোশাররফ

ঢাকা, ৬ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দ্যা ইকোনোমিস্ট পত্রিকায় বর্তমান সরকার সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনকে সমর্থন করে বলেন, ইকোনোমিস্টের প্রতিবেদনই প্রমাণ করে বাংলাদেশে বর্তমানে কেমন পরিস্থিতি বিরাজ করছে।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশ প্রেমিকদের করণীয়' -শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
দ্যা ইকোনোমিস্ট পত্রিকায় প্রকাশিত আওয়ামী লীগ ভারতের টাকা এনে নির্বাচন করেছে এমন তথ্যকে সমর্থন করে তিনি বলেন, সরকার ভারতের কাছ থেকে টাকা এনে নির্বাচন করেছে বিধায় ভারতের স্বার্থ রক্ষার এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে, যাতে আগামীতে আবারো তাদের মদদে ক্ষমতা দখল করতে পারে।
তিনি আরো বলেন, ভারতের সাথে যদি দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি বর্তমান সরকার করে তবে এদেশের জনগণ তা কখনো মেনে নেবে না।
তাছাড়া ইকোনোমিস্ট পত্রিকার রিপোর্টের সাথে সম্মতি জ্ঞাপন করে তিনি বলেন, সরকার আবারো জোরপূর্বক ক্ষমতা দখলের নীলনকশা বাস্তবায়নের জন্যই নিজ দলের অধীনে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে জনগণের কাছে ক্ষমা চাইতে বলার প্রসঙ্গে মোশররফ প্রধানমন্ত্রীকেই জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য বলেন। কারণ পঞ্চদশ সংশোধনী জনগণের রায় নয় বরং আওয়ামী লীগের দলীয় হীন স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে।
তিনি আরো বলেন, দেশ আজ অনিশ্চয়তার দিকে যাচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এর পরিণতি সংঘাত। এ পরিস্থিতি বাংলাদেশের জনগণ মেনে নেবে না। কারণ জনগণ দেখছে দ্যা ইকোনমিস্টের বক্তব্য, দ্রব্যমূল্য অনহনীয় অবস্থা, আইনজীবীরা কারাগারে, বাংলাদেশের উপর শকুনের আনাগোনা চলছে।
জাগপা সভাপতি সফিউল আলম প্রধান বলেন, ইকোনোমিস্টের রিপোর্টই প্রমাণ করে সরকার নির্বাচনে কিভাবে জিতেছে? আমরাও একই কথা বলেছি। তাতে কাজ হয়নি বরং মামলা হয়েছে।
তিনি বলেন, সরকার ভারতের সাথে গোপন চুক্তি করে দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে যা আওয়ামী লীগের অধিকাংশ পার্লামেন্ট সদস্যও জানেন না। মনমোহন সিং ৬ সেপ্টেম্বর আসছেন বাংলাদেশের সাথে চুক্তি করতে। এ জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করার পাঁয়তারায় নেমেছে। যাতে বিরোধীদল আন্দোলন করতে না পারে। আর তাই আন্দোলনকে দমিয়ে রাখতে তারেক জিয়া ও কোকোকে বিভিন্নভাবে মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করবে বলে জানা যাচ্ছে। জনগণ এ গজব থেকে মুক্তি চায়। জনগণই এর প্রতিবাদ অবশ্যই জানাবে।
স্বদেশ জাগরণ পরিষদের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন- বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য এডভোকেট খোরশেদ আলম মিঞা, রফিক সিকদার, অর্পনা রায় দাস প্রমুখ।
(শীর্ষ নিউজ ডটকম /এইচএস/এম/সস/১৫.৪৩ঘ.)

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১১

হাসপাতালে নেয়ার পথে বাঁধা




হাসপাতালে নেয়ার পথে বাঁধা : হাসপাতালে নেয়ার পথে গ্রেফতার করা হতে পারে এমন আতঙ্কে চিকিত্সাহীন অবস্থায় দুই ঘণ্টা ন্যাম ভবনে পড়েছিলেন গুরুতর আহত জয়নুল আবদিন ফারুক। তাকে গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে নেয়ার পথেও পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন মেজবাহ উদ্দিন ফরহাদ এমপি। তিনি বলেন, হাসপাতালে চিকিত্সা করতে বাধা দেয়ার উদ্দেশ্যে গুলশান থানার ওসিসহ দুটি দল তাদের ফলো করে হাসপাতাল পর্যন্ত যায়। কিন্তু শারীরিক অবস্থা বেগতিক দেখে তারা পিছু হটে। তিনি আরও বলেন, চিকিত্সার অভাবে জয়নুল আবদিনের শারীরিক ক্ষতি হলে এর দায়ভার সরকারকে নিতে হবে। এদিকে হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, আহত জয়নুল আবদিনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি নিউরো সার্জন বজলুল করিমের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন। সকাল সাড়ে ১০টায় জরুরি বিভাগের চিকিত্সক ডা. হুমায়ুন আমার দেশকে বলেন, পরিষ্কার করার সময় তারা মাথা, দুই পায়ের হাঁটু ও বাঁ পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পূর্ণাঙ্গ পরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সোমবার, ৪ জুলাই, ২০১১

সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রসঙ্গে


জুন ১৯৭৫ ও জুন ২০১১। প্রথমটিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমান সংবিধান পরিবর্তন করে বাংলাদেশে একদলীয় বাকশাল (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ) শাসনের সূচনা করেন। দ্বিতীয়টিতে শেখ মুজিবর রহমানের কন্যা, দেশের দুইবারের এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করার প্রক্রিয়া সম্পন্ন করেন। এর মাধ্যমে ২০১৪ সালের প্রারম্ভে বর্তমান সংসদে মেয়াদ শেষ হলে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে।



১৯৭২ সালে প্রবর্তিত বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে। এই সংশোধনী উপস্থিত করতে গিয়ে বাংলাদেশের অনির্বাচিত টেকনোক্র্যাট আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা ও গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যেই এ সংশোধনীর প্রস্তাব করা হয়েছে!

বাংলাদেশে বিচিত্র ঘটনাবলীর অভাব নেই। কাজেই দেখা গেল যে, এই 'মহাগুরুত্বপূর্ণ' সংশোধনী বিল সংসদে উপস্থিত করলেও বেচারা আইনমন্ত্রী জনগণের কোন নির্বাচিত প্রতিনিধি না হওয়ার কারণে ভোটদানের সময় তার মতোই আর দুই মন্ত্রীর সঙ্গে সংসদের মেঝে দাঁড়িয়ে এক করুণ দৃশ্যের অবতারণা করলেন!!! বিলটি উপস্থিত করতে গিয়ে গণতন্ত্র বিষয়ে অনেক লম্বা লম্বা কথা বলার পর নির্বাচিত জনপ্রতিনিধি না হওয়ার কারণে নিজের উত্থাপিত বিলের পক্ষে নিজেই ভোট দিতে অক্ষম হয়ে এভাবে জাতীয় সংসদের মেঝে দাঁড়িয়ে থাকা আইনমন্ত্রীর জন্য করুণ ব্যাপার হলেও এটা প্রকৃতপক্ষে ছিল বাংলাদেশের শাসকশ্রেণীর বিশেষত আওয়ামী লীগ সরকারের গণতন্ত্র প্রেমের এক ব্যঙ্গচিত্র!!

পঞ্চদশ সংশোধনীর মধ্যে যেসব বিষয় ঢোকানো হয়েছে সেগুলোর দিকে তাকালে মনে হয় Bull in a china shop এর কথা। চীনে মাটির জিনিসপত্রের দোকানে ঢুকে দিগ্বিদিক জ্ঞানশূন্য ষাঁড় সব কিছু ভেঙেচুরে তছনছ করার মতো ব্যাপারই এক্ষেত্রে ঘটেছে।

বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান ও মতামতের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা তার ঘোর বিরোধী। কিন্তু পঞ্চদশ সংশোধনী পাস হওয়ার পর সংবিধান আওয়ামী লীগের ইশতেহারে পরিণত হওয়ার যে কথা তিনি বলেছেন, তার সঙ্গে একমত হওয়ায় অসুবিধা নেই। আসলে সংবিধানে যেসব জিনিস ঢোকানো হয়েছে সেগুলো যে কোন সংবিধানে ঢোকানো যেতে পারে, এ চিন্তা অন্য কারও মাথায় কোনদিন এসেছে বলে মনে হয় না!! কারণ বিশ্বের কোন দেশের সংবিধানেই এরকম কোন জিনিসের অস্তিত্ব নেই।

এই সংশোধনী বিলের ষষ্ঠ তফসিলে ১৫০ (২) অনুচ্ছেদে '১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা' অন্তর্ভুক্ত হয়েছে।

প্রথমত, এই ধরনের কোন ঘোষণা ইতিহাসের পাতায় থাকতে পারে, যদি তা সত্য ও গ্রাহ্য হয়। কিন্তু কোন সংবিধানের শরীরে একে ঢোকানোর কারণ সংকীর্ণ দলীয় স্বার্থ ছাড়া অন্য কিছু দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। দ্বিতীয়ত, আওয়ামী লীগের লোক ও তাদের সমর্থক বুদ্ধিজীবী গোষ্ঠী ছাড়া এই ঘোষণার সত্যতা দেশের অন্য কেউ স্বীকার করেন বলে জানা নেই। এই অবস্থায় এ ধরনের একটি বিতর্কিত বিষয়কে সংবিধানের শরীরে ঢুকিয়ে দেয়া এক বিস্ময়কর ব্যাপার!

এর থেকেও বিস্ময়কর ব্যাপার এই, শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের 'গুরুত্ব অনুধাবন' করে সেটিকেও সংবিধানের অন্তর্ভুক্ত করা অর্থাৎ শরীরে ঢোকানো হয়েছে!! এছাড়াও এই বিলের মাধ্যমে সংবিধানে ঢোকানো হয়েছে মুজিবনগর সরকারের ১৯৭১ সালের ১০ এপ্রিল জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।

অবস্থা দেখে মনে হয়, পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে শেখ মুজিবুর রহমানের একটি সংক্ষিপ্ত জীবনী সংযোজন করলে সেটা মানানসই হতো!!

অতি ক্ষুদ্র দলীয় চিন্তা থেকে ও দলীয় স্বার্থে একটি দেশের সংবিধানকে এনে দাঁড় করালে শাসকশ্রেণীর ব্যাপক অংশের পক্ষেও একে আর পবিত্র মনে করার কোন কারণ থাকে না। এর প্রতি আনুগত্যের কোন ভিত্তি থাকে না।

এ প্রসঙ্গে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করা অবশ্যই দরকার। বর্তমান আওয়ামী লীগ সরকার এতই বড় গণতন্ত্রের পূজারী যে, তারা এই পঞ্চদশ সংশোধনীতে অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করার এবং শাস্তি হিসেবে সর্বোচ্চ দণ্ডের ব্যবস্থা রেখেছেন।

অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল সামরিক বাহিনীর পক্ষেই সম্ভব এবং তারাই এটা করে থাকে। বাংলাদেশেও এটা ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরবর্তী পর্যায়ে কয়েকবার ঘটেছে। এটা সর্বশেষ ঘটেছে ২০০৭ সালের ১১ জানুয়ারি। এভাবে সামরিক বাহিনী ফখরুদ্দীন আহমদকে শিখণ্ডী হিসেবে সামনে রেখে অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসার সময় বিজয় গর্বে উৎফুল্ল হয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফখরুদ্দীন-মইন উদ্দিনের বেনামি সামরিক শাসনকে স্বাগত এবং অভিনন্দন জানিয়েছিলেন তাদের নিজেদের আন্দোলনের ফসল হিসেবে!

আসলে সেটা ছিল নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার ব্যাপার!! কিন্তু অল্পদিনের মধ্যেই দেখা গেল, আওয়ামী লীগ নিজের নাক কেটে শুধু বিএনপিরই যাত্রা ভঙ্গ করেনি, যাত্রা ভঙ্গ হয়েছিল তাদের নিজেদেরও!! তাদের আন্দোলনের ফসল তারা ঘরে তুলতে পারেনি। খালেদা জিয়া ও শেখ হাসিনা দু'জনকেই ফখরুদ্দীন-মইন উদ্দিন সরকার কয়েদ করে তাদের তথাকথিত মাইনাস টু লাইন কার্যকর করার উদ্দেশ্যে দুই দলের মধ্যেই ফাটল ধরানোর চেষ্টা করেছিল!!! শেখ হাসিনার রাজনৈতিক নেতৃত্ব যে কত 'বিজ্ঞ' ও 'দূরদর্শী', এটা ঠিক তারই এক প্রামাণ্য দৃষ্টান্ত!!

যা হোক, এ প্রশ্নে আসল কথায় ফিরে গিয়ে বলা দরকার যে, কোন দেশে সামরিক বাহিনী যখন ক্ষমতা দখল করে তখন তারা কোন সময়েই সেটা সাংবিধানিক পন্থায় করতে পারে না। দেখা যায়, প্রত্যেক ক্ষেত্রেই কোন দেশে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে তারা সংবিধানকে উচ্ছেদ করেই ক্ষমতায় আসে।

বাংলাদেশের ইতিহাসে অনেক ধরনের ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি হল, সামরিক বাহিনী ক্ষমতা দখল করলেও তারা সংবিধান উচ্ছেদ না করে নিজেদের প্রয়োজন অনুযায়ী সংশোধন করে আইনের একটা কাঠামো ঠিক রেখেছে। খোন্দকার মোশতাকের বেনামি সামরিক সরকার, জিয়াউর রহমানের সামরিক সরকার, এরশাদের সামরিক সরকার এবং ফখরুদ্দীনের বেনামি সামরিক সরকারের প্রত্যেকটির ক্ষেত্রেই এটা হয়েছে। অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় এলেও সংবিধানকে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে রক্ষা করেই তারা ক্ষমতায় এসেছে। ইচ্ছা করলে এই সামরিক সরকারগুলোর যে কোনটিই বিদ্যমান সংবিধান উচ্ছেদ করতে পারত, যেভাবে পাকিস্তান এবং বিশ্বের অন্যান্য দেশে এটা হতে দেখা গেছে। কিন্তু সেই বড় ঝামেলার মধ্যে না গিয়ে বাংলাদেশের সামরিক সরকারগুলো সংবিধান সংশোধন করেই কাজ চালিয়েছে।

এর শিক্ষা তারা শেখ মুজিবুর রহমানের কাছ থেকেই পেয়েছিল!

১৯৭৫ সালে তিনি চতুর্থ সংশোধনীর মতো গণতন্ত্র বিনাশকারী একটি সংশোধনী জাতীয় সংসদে কোন আলোচনা হতে না দিয়েই যেভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে পাস করিয়েছিলেন, সেটাই বাংলাদেশে সামরিক শাসনের পথ দেখিয়েছিল। তার থেকেই সামরিক বাহিনীর লোকরা শিখেছিল কিভাবে সংবিধান সরাসরি উচ্ছেদ না করে তাকে ছুরি মেরে পঙ্গু করে রেখে কাজ চালাতে হয়।

আসলে সামরিক বাহিনী যখনই স্বনামে বা বেনামে ক্ষমতায় আসে, তখন তারা সংবিধানের কোন পরোয়া করে না। কারণ কোন সাংবিধানিক বিধি অনুযায়ী তারা ক্ষমতায় আসে না এবং সংবিধানের পবিত্রতা রক্ষার প্রয়োজনও তাদের হয় না। সামরিক বাহিনী বাংলাদেশে যেভাবে সংবিধান রেখে ক্ষমতা পরিচালনা করে এসেছে, সেটা প্রকৃতপক্ষে ছিল একটা Legal courtesy বা আইনগত সৌজন্যের ব্যাপার।

এখন পঞ্চদশ সংশোধনীতে অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে তার জন্য যেভাবে সর্বোচ্চ দণ্ডের ব্যবস্থা হয়েছে, তাতে ভবিষ্যতে যদি সামরিক বাহিনী সরাসরি অথবা বেনামে ক্ষমতা দখল করে তাহলে সংবিধানের প্রতি এই সৌজন্য তারা প্রদর্শন না করতেও পারে। অর্থাৎ এবার সামরিক বাহিনী বাংলাদেশে ক্ষমতা দখলের পর বিদ্যমান সংবিধান উচ্ছেদ হওয়ার শর্তও সংবিধানের নিজের শরীরেই তৈরি হয়েছে!!!

এরপর আসা দরকার সংশোধনীটির অন্য কয়েকটি বিষয়ে। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল নিয়েই সব থেকে বিরোধিতা ও চাঞ্চল্য শাসকশ্রেণীর নিজের বৃত্তের মধ্যে সৃষ্টি হয়েছে। এই বিরোধিতা ও চাঞ্চল্য যেভাবে সৃষ্টি হয়েছে তার থেকেই প্রমাণ হয় বাংলাদেশের শাসকশ্রেণীর জন্য তত্ত্বাবধায়ক সরকার এখনও কতখানি অপরিহার্য। কোন একটি ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না, তাদের অধীনে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করে নির্বাচনে নিরপেক্ষতা রক্ষা করতে পারে না, এই ধারণা রাজনৈতিক মহলে থাকার কারণেই ১৯৯১ সালের নির্বাচন সংবিধানের কোন সংশোধনী ছাড়াই পরিস্থিতির তাগিদে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হয়েছিল। পরে ১৯৯৬ সালে সেই পরিস্থিতির কোন পরিবর্তন না হওয়ায় ক্ষমতাসীন থাকা অবস্থায় বিএনপি জোর করে নির্বাচন করায় আওয়ামী লীগ সেই নির্বাচন বয়কট করে এবং তার ফলে শেষ পর্যন্ত জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক বিল পাস করে ১৯৯৬ সালেই আর একটি নির্বাচন করতে হয়। এ দিক দিয়ে আজও সেই পরিস্থিতির কোন পরিবর্তন যে হয়নি, এটা ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনের ব্যাপারে বিএনপি-জামায়াতসহ শাসকশ্রেণীর বিভিন্ন দলের প্রবল বিরোধিতা থেকেই দেখা যাচ্ছে।

এই বাস্তব পরিস্থিতিকে সম্পূর্ণ অস্বীকার করে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রহিত করেছে! এর ফলে ভবিষ্যতে আওয়ামী লীগ সরকার যদি তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করে নির্বাচনের সুযোগ পায়, তাহলে সেই নির্বাচন অবশ্যম্ভাবীরূপে বিএনপি এবং অন্য অনেক দলের দ্বারাই বয়কট হবে এবং ১৯৯৬ সালের মতো আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে নতুন একটি নির্বাচন করতে হবে!!

সংবিধানে জিয়াউর রহমান বিসমিল্লাহ সংযোজন করায় তার বিরুদ্ধে আওয়ামী লীগ অনেক 'ধর্মনিরপেক্ষ' কথা বলেছিল। কিন্তু পঞ্চম সংশোধনী বাতিল সত্ত্বেও পঞ্চদশ সংশোধনীতে 'জনগণের সেন্টিমেন্টের' কথা বলে এখন সেই বিসমিল্লাহ বহাল রাখা হয়েছে! এরশাদ অষ্টম সংশোধনী এনে রাষ্ট্রধর্ম ইসলাম করার সময়েও আওয়ামী লীগ তার বিরোধিতা করেছিল। কিন্তু এখন সেই একই কারণে তারা বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখেছে। অন্যদিকে তারা ১৯৭২ সালের সংবিধান পুনরুদ্ধার করে সেখানে ফিরে যাওয়ার কথা বলে চার মূলনীতির অন্যতম হিসেবে ধর্মনিরপেক্ষতাও বহাল রেখেছে!! অন্য সব ধর্মের লোকদের ধর্মপালনের অধিকার তারা এই সঙ্গে রক্ষা করবে বলে তাদের এই উল্টো কাজ জায়েজ করার চেষ্টাও তারা করেছে!! প্রতারণার চেষ্টা ছাড়া এটা আর কী? কিন্তু এর দ্বারা কি কেউ প্রতারিত হবে? সোনার পাথর বাটিতে কি কেউ বিশ্বাস করে?



জুন ১৯৭৫ ও জুন ২০১১। প্রথমটিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমান সংবিধান পরিবর্তন করে বাংলাদেশে একদলীয় বাকশাল (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ) শাসনের সূচনা করেন। দ্বিতীয়টিতে শেখ মুজিবর রহমানের কন্যা, দেশের দুইবারের এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করার প্রক্রিয়া সম্পন্ন করেন। এর মাধ্যমে ২০১৪ সালের প্রারম্ভে বর্তমান সংসদে মেয়াদ শেষ হলে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে।

এ দিক দিয়ে বামপন্থীদের অবস্থা আওয়ামী লীগের থেকেও করুণ! বেচারারা লোক দেখানোর জন্য সিপিবির নেতৃত্বে সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম রাখার বিরোধিতার জন্য জোট বেঁধে মিটিং মিছিল করেছে। কিন্তু আবার হালুয়া-রুটি রক্ষার জন্য জাতীয় সংসদে আওয়ামী লীগের সঙ্গে মিলে পঞ্চম সংশোধনীতে উভয়কেই বহাল রাখার জন্য ভোট দিয়েছে!!! তারা নাকি ভোট দেয়ার আগে এ বিষয়ে তাদের মতের পার্থক্য লিপিবদ্ধ করেছে!!!! এদের যে অংশ আওয়ামী লীগের জোটে আছে এবং যারা নেই তার মধ্যে পার্থক্য করতে যাওয়াও এক ভ্রান্ত ব্যাপার। এদেরও প্রতারণার চেষ্টা যে নিষ্ফল এতে আর সন্দেহ কী? জাতীয় সংসদে বামপন্থীরা পঞ্চদশ সংশোধনী বিলের পক্ষে ভোট দেয়ার পর অন্য বামপন্থীরা তাদের ধিক্কার দিয়ে যে কোন প্রতিবাদ বিবৃতি দেয়নি, এর থেকেই প্রমাণ হয় যে তাদের মধ্যে এসব ব্যাপারে কার্যত কোন পার্থক্য নেই। তারা সবাই একই গর্তের শিয়াল!!

পঞ্চদশ সংশোধনী বিষয়ে আলোচনার অনেক কিছুই আছে, কিন্তু আওয়ামী লীগের উগ্র জাতীয়তাবাদ কিভাবে নতুন করে সংবিধানের শরীরে ঢোকানো হয়েছে সেই কথা বলে এই আলোচনা এখানে শেষ করা হবে। ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান মানবেন্দ্র লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধিদের বাঙালি হয়ে যাওয়ার হুকুম দিয়ে, তাদের জাতিসত্তাকে কোন ধরনের স্বীকৃতি না দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। তারই ধারাবাহিকতা রক্ষা করে পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশের সব জনগণকে আগের মতো একইভাবে বাঙালি বলে আখ্যায়িত করা হয়েছে। বাংলাদেশের অন্য জাতিগত ও ভাষাগত সংখ্যালঘুদের কোন স্বীকৃতিও এর মধ্যে নেই। শুধু বলা হয়েছে, তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য রক্ষা করা হবে। অর্থাৎ তাদের নিজেদের ঐতিহ্য অনুযায়ী নাচ-গান করার অধিকার তাদের থাকবে!! ভাষাগত সংখ্যালঘুদের অধিকারের ধারে-কাছেও এই সংশোধনী নেই।

এ পর্যন্ত এসে বলা যেতে পারে, আওয়ামী লীগ নিজের দলীয় স্বার্থে সংবিধানকে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, তাতে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির সঙ্গে সংবিধানের অস্তিত্বও এখন ওতপ্রোতভাবে জড়িত হয়েছে। বাংলাদেশের শাসকশ্রেণীর জন্য এ এক অশনি সংকেত।


http://www.bangladeshfirst.com/newsdetails.php?cid=30&scid=43&nid=1641

বুধবার, ২৯ জুন, ২০১১

যুবলীগ নেতারা ঘুরছেন দেশে দেশে নোবেল পুরস্কারের জন্য শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক লবিং

নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে সংবাদদাতাঃ শান্তিতে নোবেল পুরস্কার মনোনয়ন তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্তির জন্য চলছে জোর আন্তর্জাতিক লবিং। বাংলাদেশ যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এজন্য আন্তর্জাতিক জনমত সৃষ্টির কাজ চলছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন,
জাপান সহ বিভিন্ন দেশের নীতি নির্ধারক ও বুদ্ধিজীবি মহলে বাংলাদেশ সহ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনা কি ভূমিকা পালন করছেন ধরা হচ্ছে সে সবের বিবরণ।
অতি সমপ্রতি যুবলীগ সভাপতি জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মীর্জা আজমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করে গেছেন।
এর আগে গত মার্চ মাসে একই উদ্দেশ্যে তারা বস্টন ও নিউইয়র্ক সফর করেন।
এই টীমে আরো রয়েছেন, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, অথনীতিবিদ আবুল বারাকাত ও সাংবাদিক বুরহান কবির। জনগনের ক্ষমতায়ন ও শেখ হাসিনার শান্তি দর্শন শিরোনামে শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কি পদক্ষেপ নিয়েছেন তা তুলে ধরা হচ্ছে বিশ্বের নীতি নির্ধারক ও আইন প্রনেতাদের কাছে।
গত ১৪ জুন যুবলীগ নেতৃবৃন্দ ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে ডেমোক্রেটিক পার্টির নেতা সাবেক স্পীকার ও বর্তমানে কংগ্রেসে মাইনরিটি লীডার ন্যান্সি পেলোসীর সাথে সাক্ষাত করেন।
একই সময়ে তারা কংগ্রেস সদস্যা শিলা জ্যাকসন লী ও কংগ্রেসম্যান হেনসেন ক্লার্ক, ও ম্যরিল্যান্ড থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ভ্যান হল্যানের সাথেও কথা বলেন।
সাক্ষাতকালে শেখ হাসিনার রাজনেতিক ইতিহাস ও শানি- প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপের বিষয়টি উপস'াপন করেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম শানি- চুক্তি, মৌলবাদ ও উগ্রবাদ বিরোধীতায় শেখ হাসিনার নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উদাহরন হিসেবে তুলে ধরা হয়।
বৈঠকে যুুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রন জানানোর অনুরোধ জানানো হলে ন্যান্সি পেলোসী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
গত ১৫ জুন বুধবার এই প্রতিনিধি দল লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছেন। লন্ডনের আইন প্রনেতা সহ সরকারের উচ্চ পর্যায়ে তারা বিশ্ব শানি- প্রতিষ্ঠায় শেখ হাসিনার দর্শনের বিষয়টি উপস'াপন করেছেন বলে জানা গেছে।
এর আগে জাপান সফর করে সেখানেও একই বিষয় উপস'াপন করা হয়েছে।
বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী অন্যান্য দেশেও শেখ হাসিনার শানি- দর্শনের বিষয়টি উপস'াপন করা হবে বলে জানা গেছে। এজন্য যুবলীগ নেতৃবৃন্দকে বিশেষ দেয়া হয়েছে বিশেষ মিশন।
যুবলীগ নেতৃবৃন্দ সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের এমন একজন সদস্যের সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সুদুর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসে শেখ হাসিনার শানি- দর্শনকে তুলে ধরার কারণ নিয়ে অনেকের মনেই প্রশ্ন আসা স্বাভাবিক। সঙ্গত কারণে আমি নিজেও কৌতুহলী ছিলাম এর বিষয়বস' নিয়ে। তবে সাক্ষাতের মাধ্যমে এটা স্পষ্ট যে, নোবেল পুরস্কারে শেখ হাসিনার নাম প্রস্তাব করাই মুলত এই প্রয়াসের সার্বিক লক্ষ্য। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র কংগ্রেস সদস্যের যে কেউ প্রস-াব পাঠাতে পারেন।
নিউইয়র্কে বসবাসরত জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক ফাজলে রশীদ এ বিষয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, শেখ হাসিনাকে কিভাবে নোবেল পুরস্কার পাওয়ানো যায় এটাই সবকিছুর মুল উদ্দেশ্য। বাংলাদেশের এটর্নী জেনারেল মাহবুবে আলম ইতোমধ্যেই বিষয়টি খোলাসা করে দিয়েছেন। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রকাশ্যে তিনি বলেছেন, শানি-তে নোবেল দিলে সেটা শেখ হাসিনাকেই দেয়া উচিৎ ছিল। ড. ইউনুস ইস্যু নিয়ে কথা বলার সময় এটা বলেছিলেন তিনি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ড. শাহজাহান মাহমুদ বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ সহ শানি-র পতাকাবাহী হিসেবে শেখ হাসিনা বিশ্ব নেতৃত্বে এক নতুন ইমেজ সৃষ্টিতে সক্ষম হয়েছেন।
মৌলবাদ ও জঙ্গীবাদের আস-ানাকে ভেঙ্গে দিয়েছেন। এখন তাঁকে শানি-র দূত হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত করে সম্মান জানানো উচিৎ।
নোবেল কমিটি এই বিষয়টি বিবেচনা করবে আমি মনে করি। তিনি বলেন, যুবলীগ নেতৃবৃন্দ ইতোমধ্যেই নীতি নির্ধারনী পর্যায়ে এর যথার্থতা তুলে ধরতে সক্ষম হয়েছেন। এবিষয়ক কিছু বইপত্র তারা সবাইকে দিচ্ছেন। আমাকেও দেয়া হয়েছে। এব্যপারে আমাদের পক্ষ থেকে যেকোন উদ্যোগের প্রয়োজনন হলে তাতে কার্পন্য করা হবে না।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সূত্রের মতে যাদের মাধ্যমে এই উদ্যোগ নেয়া হয়েছে তা মোটেও যথার্থ হয়নি। সূত্রমতে, প্রকাশ্যে যুবলীগকে দিয়ে এই কাজ না করিয়ে এমন লোকদের নিয়োগ দেয়া উচিৎ ছিল যাদের গ্রহণযোগ্যতা ও ইমেজ ভীন্ন। কারণ একাজের জন্য দলীয় লোকের প্রয়োজন নেই। এক্ষেত্রে অধ্যাপক গওহর রিজভী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স'ায়ী প্রতিনিধি গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারেন বলে তারা মন-ব্য করেন।
তাদের মতে, এধরনের উদ্যোগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ড. নুরুন্নবী, ড. মোহসীন আলী, ড. সিদ্দিকুর রহমান ও অধাপক খালিদ হাসান কার্যকর ভুমিকা রাখতে পারতেন।
তবে কূটনৈতিক সূত্র সব চাইতে বেশী কার্যকর ভূমিকা পালন করতে পারে এক্ষেত্রে।
সূত্রমতে, ড. ইউনুস ইস্যুু নিয়ে সরকারের প্রকাশ্য অবস্থানের বিষয়টি যখন সবাই পর্যবেক্ষন করছে তখনই সরকার প্রধানের জন্য নোবেল পুরস্কারের লবিংয়ের বিষয়টি আন-র্জাতিক মহলে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে।
সূত্রমতে, একাজে জনমত গঠনের জন্য ৩টি বই বের করা হয়েছে। এর একটির ইংরেজী অত্যন্ত দুর্বল বলে মন্তাব্য করেন তারা।


http://www.amadersylhet.com/index.php?option=com_content&view=article&id=2318%3A2011-06-27-20-33-31&catid=68%3Abibid2news

রবিবার, ২৬ জুন, ২০১১

সোনিয়া, মনমোহন কী নিয়ে আসছেন বাংলাদেশের জন্য

বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি কেমন চলছে­ এ প্রশ্নের জবাবে গত কিছু দিনের খবরের প্রতি লক্ষ করলে তা সহজেই বোঝা যাবে। গত ৬ জুন ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন। ১৯ জুন ভারতের সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং বাংলাদেশ সফরে আসেন। তিনি চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি বিএমএ-তে পাসিং আউট প্যারেডে সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী আগামী ২৫ জুলাই ঢাকায় আসবেন অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের একটা অনুষ্ঠানে যোগ দিতে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এম এস কৃষ্ণ আসবেন তার আগে ৬ জুলাই। জুলাই মাসেই ঢাকা সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। যারা জুন মাসে বাংলাদেশ সফরে এসেছেন এবং যারা জুলাই মাসে সফরে আসছেন, তারা সবাই ভারতের শীর্ষপর্যায়ের নীতিনির্ধারক ব্যক্তি। স্বাধীনতার অব্যবহিত পরে শেখ মুজিবের আমলে ইন্দিরা গান্ধীর সফরের পর এত ঘটা করে আর কখনো ভারতীয় নেতাদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হয়নি। বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে তাদের এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্ব বহন করে। গত বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর ও ভারতকে ট্রানজিট সুবিধাদি দিয়ে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের পররাষ্ট্রনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় দিল্লির শীর্ষ নীতিনির্ধারকদের এ সফর অনুষ্ঠিত হচ্ছে। শেখ হাসিনা যে দিল্লি চুক্তি করে এসেছেন, এখন চলছে তার বাস্তবায়ন পালা এবং এই বাস্তবায়নপ্রক্রিয়া ত্বরান্বিত করার জন্যই এত সব আয়োজন। বর্তমান সরকার ক্ষমতায় থাকতেই দিল্লি চুক্তি যাতে সন্তোষজনকভাবে কার্যকর হয় সে প্রচেষ্টাই চলছে।

এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন যে, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বিশ্বের বৃহত্তর অঙ্গনে বাংলাদেশের প্রবেশের জন্য যে পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন, তার মৃত্যুর পর জিয়াউর রহমানও বস্তুত একই পররাষ্ট্রনীতি অনুসরণ করে তার বিকাশ ঘটান। এরশাদও কম-বেশি সে পররাষ্ট্রনীতিই অনুসরণ করেন। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের প্রবাসী সরকারের পররাষ্ট্রনীতি ও স্বাধীনতা-উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি এক ছিল না। বাংলাদেশের জন্ম হয়েছিল মার্কিন-সোভিয়েত ঠাণ্ডালড়াইয়ের সময়, যে কারণে আমাদের মুক্তিযুদ্ধ সমর্থন পেয়েছিল সুষ্ঠু সোভিয়েত ব্লকভুক্ত দেশগুলোর। অপর দিকে মার্কিন ব্লকভুক্ত দেশগুলো ও চীন পাকিস্তানকে সমর্থন করেছিল। প্রধানত মার্কিন ব্লকভুক্ত হওয়ায় মুসলিম আরব দেশগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি। শেখ মুজিব বাংলাদেশকে সোভিয়েত ব্লকের মধ্যে সীমাবদ্ধ না রেখে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। এ জন্য তিনি (মার্কিন) যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরবসহ মুসলিম দেশগুলোর স্বীকৃতির জন্য জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেন। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিলেও মুসলিম আরব দেশগুলো স্বীকৃতি দেয়া থেকে বিরত থাকে। ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশ তখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলমান অধ্যুষিত দেশ। বাংলাদেশকেও ওআইসি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় এবং ওআইসির কয়েকজন নেতা ঢাকায় আসেন শেখ মুজিবকে ওই সম্মেলনে নিয়ে যাওয়ার জন্য। শেখ মুজিব এই সুযোগ গ্রহণ করে লাহোরে ওআইসি সম্মেলনে যোগদান করেন।

এরপরই সৌদি আরব ও পাকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। স্বাভাবিক কারণেই ইন্দিরা গান্ধীর দিল্লি সরকার শেখ মুজিবের ওআইসি সম্মেলনে যোগদান সুনজরে দেখেনি। বাংলাদেশ-ভারত সম্পর্কে সন্দেহ ও তিক্ততার বীজ রোপিত হয় এ সময়ই। বাংলাদেশের প্রতি ভারতের মনোভাব ও আচরণের কারণে শেখ মুজিবের আমলেই কিভাবে সম্পর্কের অবনতি ঘটে তার আরেকটি উদাহরণ দেয়া যেতে পারে। দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময়ের জন্য ১৯৭৪ সালে বাংলাদেশ ও ভারত একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশের পার্লামেন্টে তা অনুমোদিত হয়। কিন্তু অনুমোদনের জন্য ভারত সরকার তা পার্লামেন্টে কোনো দিনই উথাপন করেনি। ৩৫ বছর পর আজো তা অননুমোদিত অবস্খায়ই রয়ে গেছে। ছিটমহলগুলোর ওপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হলে ১০ লাখ একর জমি আমাদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত হতো। এই বিরাট ভূখণ্ড হাতছাড়া হয়ে যাবে বলে দিল্লি চুক্তিটি পার্লামেন্টে অনুমোদন করায়নি। বেরুবাড়ি ভারতের কাছে হস্তান্তর করা হলেও বাংলাদেশ ভারতের কাছ থেকে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল যাতায়াতের জন্য তিন বিঘা করিডোর পায়নি। সমুদ্রসীমা চিহ্নিত করার উদ্যোগ শেখ মুজিবের আমলেই গ্রহণ করা হয়েছিল, কিন্তু ভারতের অপ্রতিবেশীসুলভ মনোভাবের কারণে সে উদ্যোগ ব্যর্থ হয়ে যায়।

এসব ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় কিভাবে স্বাধীনতার গোড়া থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্খার সঙ্কট সৃষ্টি হয়, যার জন্য ভারতের স্বার্থপর অনুদার নীতিই দায়ী। পরবর্তীকালে এই আস্খার সঙ্কট গভীর হয় অভিন্ন নদীগুলোর পানির হিস্যা ও সীমান্ত সংঘর্ষসহ বিভিন্ন ইস্যুতে। আস্খার সঙ্কট সৃষ্টির জন্য দায়ী এসব কারণের ফয়সালা ছাড়াই বর্তমান সরকার ভারতের সাথে শর্তহীনভাবে উষ্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক স্খাপনের জন্য যে আপস করে তা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন ঘটিয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থী এই পররাষ্ট্রনীতির সূত্রপাত ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকারের সময়ের। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বলেছিলেন, তিনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এমন একপর্যায়ে নিয়ে যাবেন, যা আর পরিবর্তন করা সম্ভব হবে না। জেনারেল মইনের দিল্লি সফর সে পরিবর্তনের ভিত রচনায় সাহায্য করে। বর্তমান সরকারের ভাষায় বাংলাদেশ ট্রানজিটের দেশ, অর্থাৎ বাংলাদেশের জন্মই হয়েছে ভারতকে ট্রানজিট দেয়ার জন্য। অন্য কথায়, বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে ভারতের সাহায্য করার অন্যতম উদ্দেশ্য ছিল তাকে ভারতের করিডোর হিসেবে ব্যবহার করা। ভারতের অ্যাগ্রেসিভ ডিপ্লোম্যাসির কাছে আমাদের সরকারের আত্মসমর্পণের নীতি ভারতের সে উদ্দেশ্যকে পূরণ করেছে। এই পররাষ্ট্রনীতি চীনসহ প্রতিবেশী দেশগুলোর কাছেও বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন করেছে।

ভারতীয় নেতা-নেত্রীদের সফরসূচি অনুসারে জুলাই মাসে ঢাকা কূটনৈতিক তৎপরতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর জন্য উষ্ণ অভ্যর্থনার আয়োজন করা হবে, তবে তা কিভাবে করা হবে, এখনো বিস্তারিত জানা যায়নি। সোনিয়া গান্ধীর পরেই আসবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শীর্ষপর্যায়ে আলোচনা হবে দুই প্রধানমন্ত্রীর মধ্যে। শেখ হাসিনা দিল্লি সফরের সময় যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে এসেছেন, বিশেষত ট্রানজিট সুবিধা বাস্তবায়নে কতটুকু অগ্রগতি হয়েছে তা পর্যালোচনাই হবে শীর্ষ বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। এ ছাড়া আলোচ্যসূচিতে ছিটমহল বিনিময়, সীমান্ত পরিস্খিতি, তিস্তা নদীর পানিবন্টন চুক্তিসহ আরো কিছু দ্বিপক্ষীয় বিষয় থাকবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখানে বিশেষভাবে যা লক্ষণীয় তা হচ্ছে, এসব দ্বিপক্ষীয় ইস্যুর সমাধান ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের ন্যায্য প্রাপ্য, বাংলাদেশের কাছে ট্রানজিট বা করিডোর ভারতের প্রাপ্য নয়। হাসিনা-মনমোহন আলোচনার ফলে বাংলাদেশ যা-ই পাক না কেন, তা ট্রানজিটের বিনিময় হতে পারে না।

ইতোমধ্যে গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমণি চীন সফরে গেছেন। চীন সফরের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, কক্সবাজারের সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণ, কুনমিং-টেকনাফ সরাসরি সড়ক ও রেলযোগাযোগ স্খাপনে সহযোগিতা, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে কার্যকর পদক্ষেপ এবং বিভিন্ন প্রকল্প সহায়তা নিয়ে আলোচনা হবে। দীপুমণি চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনজিং, পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জাইচি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করবেন। তার মূল উদ্দেশ্য হয়তো তা নয়। অতিমাত্রায় দিল্লিপ্রীতির ফলে পররাষ্ট্রনীতিতে যে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, কিছুটা সামাল দেয়ার জন্যই তিনি চীন সফরে গেছেন। ড. মুহাম্মদ ইউনূসের ঘটনায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি ঘটেছে। যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতাদের গ্রেফতার ও বিচারপ্রক্রিয়া শুরু করায় সৌদি আরবের সাথে শীতল সম্পর্ক চলছে; অতিমাত্রায় ভারতপ্রীতির কারণে যদি চীন বন্ধুত্বের হাত সঙ্কুচিত করে, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ কি বিচ্ছিন্ন হয়ে পড়বে না? 

http://www.sonarbangladesh.com/articles/AmanullahKabir  

শুক্রবার, ২৪ জুন, ২০১১

বাংলাদেশে ভারতীয় বাহিনীর পরিকল্পিত লুন্ঠন !!!




ছবিঃ একই কামান দ্বিতীয় বারের মতো "উপহার" দিচ্ছে ভারতীয় বাহিনী

পাচ দিনের সফরে এসে গত কয়েকদিন ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে চষে বেড়িয়েছেন। মিটিং করেছেন প্রধান মন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে সব হাই প্রোফাইল নেতাদের সাথে। ঢাকা থেকে প্রকাশিত ভারত-বান্ধব বাংলাদেশী মিডিয়া গুলোর ভাষায় জেনারেল ভিকেসিং (বিজয় কুমার সিংহ) ২৩ জুন বিকেলে ঢাকা ত্যাগের আগ পর্যন্ত ব্যস্ততম সময় কাটিয়েছেন।

যাই হোক, জেনারেল সিংহ তার বাংলাদেশ সফরে দুটি কাজ করেছেন।

একটি হচ্ছে, বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে ব্যবহত দুটি কামান উপহার/দান করে গেছে্ন। আর বাংলাদেশের এতো দিনের বন্ধুত্বপুর্ণ সম্পর্কে ভাতৃত্বপুর্ণ পর্যায়ে উন্নিত করেছেন। তার এই "উপহার"






ছবিঃ ঢাকা ক্যান্টনমেন্টে কামান হস্তান্তর মহড়া

পত্রিকা পড়ে "হস্তান্তরিত" এই দুই কামানের ইতিহাস যা জানলাম, তা হলো...

দৈনিক আমাদের সময় লিখেছে,

উলেস্নখ্য, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে ১৯৭১ সালের ২২শে জুলাই ভারতের কোনাবনে গঠন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট ‘মুজিব ব্যাটারী’। ভারতীয় সেনাবাহিনীর ছয়টি ৩·৭ ইঞ্চি হাউইটজার নিয়ে গঠিত এই ইউনিটটি ২ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। জন্মের মাত্র এক সপ্তাহের মধ্যেই মুজিব ব্যাটারীর কামান গর্জে ওঠে এবং সাফল্যজনকভাবে রণাঙ্গনে শত্রুকে ধ্বংস করার কাজে নিয়োজিত হয়। মুক্তিযুদ্ধকালে এ ইউনিটটি কাইয়ুমপুর, কসবা, সালদানদী, আখাউড়া, নাজিরহাট ইত্যাদি উলেস্নখযোগ্য যুদ্ধে অংশগ্রহণ করে লক্ষ্যভেদী ফায়ারের মাধ্যমে মুক্তিবাহিনীর বিজয়কে ত্বরান্বিত করে।
Click this link...

অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ২৪ ডট কম লিখেছে,

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনীর সক্ষমতা বাড়াতে ১৯৭১ সালের ২২ জুলাই ভারতের কোনাবনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট গঠন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর ৩ ফুট ৭ ইঞ্চি দৈর্ঘ্যরে ৬টি কামান নিয়ে গঠিত এই ইউনিটটি ২ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।

Click this link...

সোজা কথা, ভারত মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীকে এই দুটি কামান দান/উপহার দিয়েছিল। সো ফার সো গুড। এই দান বা উপহারের জন্য ভারত অবশ্যিই ধন্যবাদ পাওয়ার যোগ্য।

প্রশ্ন হচ্ছে, ১৯৭১ উপহার দেয়া, যা কিনা বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম কামান, তা আবার ভারতীয় বাহিনীর হাতে গেল কি করে?

প্রশ্নটা করেছেন দুইজন বীর মুক্তিযোদ্ধা। একজন মেজর (অব) কামরুল হাসান ভুইয়া আরেকজন বংগবীর কাদের সিদ্দিকী।


ছবিঃ মেজর কামরুল হাসান ভুইয়া

দান করা কামান দুটি আবার কি করে ভারতের কাছে গেল, এপ্রসজ্ঞে মেজর কামরুল বলেন,

‘মুজিব ব্যাটারি’ নামে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত যে-দুটি কামান ভারত বাংলাদেশকে উপহার দিচ্ছে, সেই কামানগুলো ভারতের ৫৯ মাউন্টেন রেজিমেন্ট আর্টিলারির ছিল। ওই রেজিমেন্টের ৩ ব্যাটারির ১৮টি কামানের মধ্যে এক ব্যাটারির ৬টি কামান বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সহায়তা হিসেবে দেয়। মাউন্টেন গান নামের এই কামানগুলো সহজে বহনযোগ্য এবং এগুলো দ্রুত খোলা ও জোড়া দেয়া যায়। পাহাড়ি এলাকায় যুদ্ধের জন্য এই কামান কার্যকর।

গতকাল আমাদের সময়কে এসব তথ্য জানান সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজ-এর চেয়ারম্যান ও প্রধান গবেষক মেজর কামরুল হাসান ভূঁইয়া (অব·)। তিনি জানান, এই কামানই বাংলাদেশের প্রথম আর্টিলারি ইউনিট। ১৯৭১ সালের জুলাই মাসের মাঝামাঝি এই কামান মুক্তিযোদ্ধাদের হাতে আসে। ৯ আগস্ট ২ নম্বর সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফ সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে এই কামান ব্যবহারের বিষয়ে চিঠি লেখেন।

মেজর কামরুল নিজেও ২ নম্বর সেক্টরের অধীন ৪র্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। ওই সময় ৪র্থ ইস্টবেঙ্গল রেজিমেন্ট কুমিলস্নার কাছাকাছি সালদা নদী এলাকায় প্রতিরক্ষা অবস্থানে ছিল। এই রেজিমেন্টের সদরদপ্তর ছিল ভারতীয় সীমান্তেôর ওপারে কোনাবনে। কামানগুলো পরে কোনাবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সালদা নদী এবং কসবা এলকায় এই কামান থেকে গোলাবর্ষণ করে মুক্তিযোদ্ধাদের সহায়তা করা হত। যে দুজন অফিসার এই কামান তত্ত্বাবধানের দায়িত্ব পান, তারা হলেন- ক্যাপ্টেন আব্দুল আজিজ পাশা ও সেকেন্ড লেফটেনেন্ট কাইয়ূম।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম এই কামান কীভাবে ভারতে গেল, সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। মেজর কামরুল এ প্রসঙ্গে বলেন, এটা মুজিব ব্যাটারির কামান হতে পারে, কিন্তু সেটা কীভাবে ভারতে গেল এটা বাংলাদেশ বা ভারত দুপক্ষের কেউ বলতে পারে না। যদি সত্যি-সত্যিই এটি মুজিব ব্যাটারির কামান হয়, তাহলে ভারতের বক্তব্য যৌক্তিকভাবে গ্রহণ করা যায়।

মুুজিব ব্যাটারির কামানগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না- এটা অস্বাভাবিক। সামরিক বাহিনীর কোনো অস্ত্র এভাবে হারিয়ে যেতে পারে না। বিশেষ করে কামানের মতো ভারি অস্ত্র। কিন্তু বাস্তôবতা হল, ৬টি কামানের একটি কামানও বাংলাদেশে নেই।

মেজর কামরুল আরো বলেন, যদি এই কামান ভারতে গিয়ে থাকে তাহলে কবে, কার নির্দেশে, কীভাবে গেল তার কোনো তথ্য বাংলাদেশ সরকার বা ভারত সরকারের কাছে নেই। ভারত দুটি কামান ফেরত দিলেও বাকি ৪টির খবর তারা জানেন না। ভারতীয় সেনাপ্রধান যে-দুটি কামান আজ (বৃহস্পতিবার) হস্তôান্তôর করবেন সেই কামান দুটি মুজিব ব্যাটারির হলে ভালো। যদি তা না হয়ে অনুরূপ দুটি কামান হয়, সেটাও আনন্দের; কেননা আমরা সেগুলো দেখিয়ে বলতে পারব, এইরকম কামানই মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছে। আর উপঢৌকন সবসময় আনন্দের।


বিস্তারিত এখানে, Click this link...

ধন্যবাদ মেজর কামরুলকে, আমাদের কিছু অজানা তথ্য জানানোর জন্য।

...বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম এই কামান কীভাবে ভারতে গেল, সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না।........।মুুজিব ব্যাটারির কামানগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না- এটা অস্বাভাবিক। সামরিক বাহিনীর কোনো অস্ত্র এভাবে হারিয়ে যেতে পারে না। বিশেষ করে কামানের মতো ভারি অস্ত্র। কিন্তু বাস্তôবতা হল, ৬টি কামানের একটি কামানও বাংলাদেশে নেই।

কেউ জানেন না বলে মেজর কামরুল যেটা এড়িয়ে গেছেন সেটা জানার জন্য আমাদের অন্য দুই মুক্তিযুদ্ধার কাছে যেতে হবে। তাদের একজন কাদের সিদ্দিকী আরেকজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মরহুম এম এ (মেজর) জলিল।




ভারতের উপহার দেয়া, বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম কামান দুটি আবার ভারতে গেল কিভাবে?
এ প্রসজ্ঞে ২৩ জুন ২০১১ পলাশী ট্র্যাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কাদের সিদ্দিকী বলেন,

ভারতীয় সেনাবাহনী ১৯৭১ সালে আমাদের সম্পদ লুট করেছে বলে যে অভিযোগ ছিল তা এত দিন বিশ্বাস করতাম না। কিন্তু সেনাপ্রধানকে স্যালুট দেয়ার দিন থেকে এ অভিযোগ আমি বিশ্বাস করি। তিনি বলেছেন, মুজিব ব্যাটালিয়নের দু’টি কামান আমাদের ফেরত দেবেন। তার মানে আমাদের কামান তারা লুট করে নিয়েছিলেন। তা না হলে ফেরত দেবে কেন।

বিস্তারিত দেখুন এখানে, Click this link...




ভারতীয় বাহিনী সদ্যস্বাধীন হওয়া মুক্ত বাংলাদেশ থেকে কি পরিমান মালামাল, বিশেষ করে ক্যান্টমেন্টগুলো থেকে সামরিক মালামাল লুটপাট করে নিয়ে গেছে, তার সংক্ষিপ্ত বর্ননা পাওয়া যায় মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিলের অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বইতে

বাংলাদেশে ভারতীয় বাহিনীর পরিকল্পিত লুন্ঠন শীর্ষক অধ্যায়ে তিনি লিখেছেন,

যারা ১৬ই ডিসেম্বরকে বাঙালীর বিজয় দিবস এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম বলে মনে করেন এবং এ কথাও বলেন যে, স্বাধীনতার পরে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী কোন সম্পদ লুটতরাজ করেনি, তারা যে বন্ধু ভারতের কোন দোষ ত্রুটিই অনুসন্ধান করতে রাজী নয় এ কথা বলার আর অপেক্ষা রাখে না।

কিন্তু যারা দেশপ্রেম সমৃদ্ধ মুক্তিযোদ্ধা, সত্যান্বেষী এবং মুক্তিপিপাসু তারা নিজেদের ভূখন্ডকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই স্বাধীন করেছে বলে বিশ্বাস করে, তারা বাংলাদেশকে ভারতের বিজিত ভূখন্ড বলে কখনই মনে করে না। তারা মনে করে ভারতের সম্প্রসারণবাদী প্রতিক্রিয়াশীল শাসকগোষ্ঠী মুক্তিযুদ্ধের শেষ পর্বে সমগ্র মুক্তিযোদ্ধার ভয়ে ভীত হয়েই বাঙালীর স্বাধীনতা গৌরবকে জবর দখলের মধ্য দিয়ে নিজেদের হীন স্বার্থ উদ্ধার করেছে মাত্র। উপরিউক্ত দ্যান-ধারণায় পুষ্ট দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা ১৬ই ডিসেম্বরের পরে মিত্র বাহিনী হিসেবে পরিচিত ভারতীয় সেনাবাহিনীকে নব্য স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সম্পদ, মালামাল লুন্ঠন করতে দেখেছে। সে লুন্ঠন ছিল পরিকল্পিত লুন্ঠন, সৈন্যদের স্বতঃস্ফূর্ত উল্লাসের বিহঃপ্রকাশ স্বরূপ নয়। সে লুন্ঠনের চেহারা ছিল বীভৎস বেপরোয়া। সে লুন্ঠন একটি সচেতন প্রতিক্রিয়ারই ধারাবাহিক কর্মতৎপরতা। মুক্তিযুদ্ধের নবম সেক্টরের অধিপতি হিসেবে আমি সেই ‘মটিভেটেড’ লুন্ঠনের তীব্র বিরোধিতা করেছি- সক্রিয় প্রতিরোধও গড়ে তুলতে চেষ্টা করেছি। লিখিতভাবেও এই লুন্ঠনের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন, কর্ণেল ওসমানী এবং ভারতীয় পূর্ব অঞ্চলের সর্বাধিনায়ক লেঃ জেনারেল অরোরার কাছে চিঠিও পাঠিয়েছি। তাজউদ্দীন সাহেবের পাবলিক রিলেশন অফিসার জনাব তারেকই আমার সেই চিঠি বহন করে কলকাতায় নিয়েছিলেন। ১৭ই ডিসেম্বর রাতেই সেই বিশেষ চিঠিখানা পাঠানো হয়েছিল। খুলনা শহরে লুটপাটের যে তান্ডব নৃত্য চলেছে তা তখন কে না দেখেছে। ভারতীয় সেনাবাহিনী কর্তৃক সেই লুটপাটের খবর চারিদিক থেকে আসা শুরু করে। পাকিস্তানী বাহিনী কর্তৃক পরিত্যাক্ত কয়েক হাজার সামরিক-বেসামরিক গাড়ী, অস্ত্র, গোলাবারুদসহ আরো অনেক মূল্যবান জিনিসপত্র ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। ‘প্রাইভের কার’ পর্যন্ত রক্ষা পায়নি, তখনই কেবল আমি খুলনা শহরের প্রাইভেট গাড়িগুলো রিকুইজিশন করে খুলনা সার্কিট হাউজ ময়দানে হেফাযতে রাখার চেষ্টা করি। এর পূর্বে যেখানে যে গাড়ী পেয়েছে সেটাকেই পাঠিয়ে দেয়া হয়েছে সীমান্তের ওপারে।

যশোর সেনানিবাসের প্রত্যেকটি অফিস এবং কোয়ার্টার তন্ন তন্ন করে লুট করেছে। বাথরুমের ‘মিরর’ এবং অন্যান্য ফিটিংসগুলো পর্যন্ত সেই লুটতরাজ থেকে রেহাই পায়নি। রেহাই পায়নি নিরীহ পথযাত্রীরা। কথিত মিত্র বাহিনীর এই ধরনের আচরণ জনগণকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। বাংলাদেশের প্রবেশের সাথে সাথেই যাদের শ্রী এমন তারা যদি বাংলাদেশ ত্যাগ না করে বাংলাদেশের মাটিতেই অবস্থান করতে থাকে, তাহলে কি দশা হবে দেশ ও জাতির। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ কোন ধরনের স্বাধীনতা অর্জন করলাম আমরা, এ ধরনের নানা প্রশ্ন দেখা দিল জনমনে। আমি জনগণ থেকে যেহেতু মোটেই বিচ্ছিন্ন ছিলাম না, সুতরাং ভারতীয় সেনাবাহিনীর আচরণে আমি বিক্ষুব্ধই হয়ে উঠিনি বরং তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পর্যায়ে চলে গেলাম। খুলনার নিউজপ্রিন্ট মিলের রেস্ট হাউজে অবস্থানরত আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর অধিনায়ক মেজর জেনারেল দানবীর সিংকে আমি সতর্ক করে দিয়ে বললাম, ‘দেখা মাত্র গুলির হুকুম দিয়েছি আমি। ভারতীয় সেনাবাহিনীকে লুটতরাজ করা হতে বিরত রাখুন।’

জেনারেল দানবীর আমার হুঁশিয়ারবাণী খুবই হালকাভাবে গ্রহণ করে এমন ভাবখানা দেখালেন যেন আমি তারই অধিনস্থ একজন প্রজামাত্র। তার পরের ইতিহাস খুব দ্রুত ঘটে গেছে। খুলনার বিভিন্ন যায়গায়, যশোর বর্ডারে, সাতক্ষীরা-ভোমরা বর্ডারে ভারতীয় লুটেরা বাহিনীর সঙ্গে বেশ কিছু বাদানুবাদ এবং সংঘর্ষও হয়েছে। ভারতীয় বাহিনীর এ ধরণের আচরণ সম্পর্কে সতর্ক করে দেয়ার জন্য আমি ২১ (?) ডিসেম্বর তারিখ রাত্রে স্টীমার যোগে বরিশাল যাওয়ার উদ্যোগ গ্রহণ করি।

খুলনা পরিত্যাগ করতে হলে নাকি ভারতীয় সেনাবাহিনীর কমান্ডের হুকুম নিতে হবে-একথা শোনার পরে ভারতের আসল মতলবখানা আমার কাছে পরিস্কার হয়ে উঠল। আমি সেক্টর কমান্ডার হিসেবে ভারতীয় নির্দেশ মেনে চলতে মোটেও বাধ্য ছিলনা না। পাকিস্তান সেনাবাহিনীর ব্যুহ ভেঙ্গে দেশ মুক্ত করলাম ভারতীয় সেনাবাহিনীর নির্দেশ মেনে চলার জন্য নয়। একটি মুক্তিপিপাসু জাতির ভাবাবেগ অনুধাকন করতে ভারতীয় কর্তৃপক্ষ কেবল চরমভাবেই ব্যর্থ হয়নি, বরং অনুধাবন করার সামান্যতম ধৈর্যও প্রদর্শন করেনি তারা। অন্য কথায় তারা কোন কিছুরই তোয়াক্কা করেনি। সংগ্রামী বাংলাদেশ নয়, ভারত যেন একটা মগের মুল্লুক জয় করেছে বলে মনে হলো আমার কাছে। সে যাই হোক, ভারতীয় কর্তৃপক্ষের বাধা-নিষেধের উপেক্ষা করেই আমি দলবলসহ ‘ইনভেসটিগেশন’ জাহাজটিতে চড়ে ২০শে ডিসেম্বরেই বরিশাল অভিমুখে রওয়ানা হই। বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ইত্যাদি জায়গাগুলোতে জনসভার আয়োজন করা হয় এবং জনগণকে ভারতীয় বাহিনীর আচরণ সম্পর্কে সচেতন করে দিই। আওয়ামী ছাত্রলীগের যৌথ আয়োজনেই সেই জনসভাগুলো অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনা বাহিনীর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল অবিলম্বে মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করবে এবং সকল অস্ত্র জমা করে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হবে। ভারতীয় বাহিনীর এই ষড়যন্ত্রের বিরুদ্ধেও আমি জনসভাগুলোতে সোচ্চার হয়ে উঠলাম। আমার পরিস্কার নির্দেশ ছিল পশ্চিম পাকিস্তানে বন্দী স্বাধীন বাংলার স্থপতি জনগণের প্রাণপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমানকে মুক্ত না করা পর্যন্ত বাঙালী জনগণের মুক্তিযুদ্ধ চলতে থাকবে। শেখ মুজিবের হস্তেই কেবল মুক্তিযোদ্ধারা তাদের অস্ত্র সমর্পণ করে দেবে।

আমার এই মহান আহ্বান এবং নির্দেশ মুক্তিযোদ্ধা এবং জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনার জন্ম দেয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় গোয়েন্দাবাহিনী এবং কট্টর ভারত সমর্থগোষ্ঠী আমার চেতনা এবং অনুভূতির তাৎপর্য সঠিকভাবে বুঝে উঠতে সক্ষম তো হয়নি বরং ভুল বুঝেছে। এখানে একটা বিষয় সকলেরই পরিস্কার হওয়া প্রয়োজন এবং তা হচ্ছে স্বাধীনতার সেই উষালগ্নে বিধ্বস্ত বাংলাদেশের সম্পদ রক্ষা করার যে আগ্রহ এবং বাসনা আমরা প্রদর্শন করেছি তা ছিল আমাদের জাতীয় সম্পদ রক্ষা করারই স্বার্থে কেবল, ভারত বিরোধী হয়ে উঠার জন্য নয়। জাতীয় সম্পদ রক্ষার চেষ্টা কেবল নিঃস্বার্থ দেশপ্রেমেরই লক্ষ, কারো বিরুদ্ধে শত্রুতা সৃষ্টি করার ষড়যন্ত্র মোটেও নয়। বন্ধু ভারত এখানে হিসেবে ভুল করেছে আর তাই দেশপ্রেমের পুরস্কার হিসেবে আমাকে যশোর থেকে ‘এমবুশ’ করে অর্থাৎ গোপনে ওৎ পেতে থেকে ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী সশস্ত্র উদ্যোগে গ্রেফতার করে।

আমারই সাধের স্বাধীন বাংলায় আমিই হলাম প্রথম রাজবন্দী। ২১শে ডিসেম্বর বেলা ১০টা সাড়ে দশটায় আক্রমণকারী বাহিনীর হাতে বন্দী হয়ে বাংলাদেশের স্বাধীনতার আসল রূপের প্রথম দৃশ্য দেখলাম আমি। ভারতীয় সৈন্যবাহিনীর মদদে বাংলাদেশ স্বাধীন করার অর্থ এবং তাৎপর্য বুঝে উঠতে আমার তখন আর এক মিনিটও বিলম্ব হয়নি।

১৯৭১ সনের সেই ৩১শে ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটের কথা আমি কোন দিনই ভুলতে পারব না। যশোর সেনা ছাউনির অফিসার কোয়ার্টারের একটি নির্জন বাড়ীতে আমাকে সকাল ১১টায় বন্দী করা হয়। বাড়ী না যেন হানাবাড়ী। ঘুটঘুটে অন্ধকার, আশে-পাশে বেশ কিছু নর-কংকাল পড়ে আছে। ঘরের ভিতর মানুষের রক্তের দাগ। কোন ধর্ষিতা বোনের এলোমেলো ছেঁড়া চুল। বাইরে কাক, শকুন, শেয়াল একযোগে ব্যস্ত। ভেতরে মশারা কামান দাগিয়ে আছে। বাথরুমে পানি নেই। ডিসেম্বরের ভিজে শীত। বাইরে সেন্ট্রির বুটের কটমট আওয়াজ। সারাদিন গেল কোন খাওয়া বা খাবার পানি পর্যন্ত এলো না। ৫ রুম বিশিষ্ট বাড়ীটির রুমে রুমে যেন কান্না আর হাহাকার। সন্ধ্যা হতেই প্যাটার গোঙ্গানি শুরু হয়। সহযোগী ভুতুকও পেছনে পড়ে নেই। বাড়ীটার একটা রুমেও লাইট নেই। একটা খাটের উপর একটা আধছেঁড়া কম্বল এবং তখন সেটাই আমার আপন একমাত্র আশ্রয়স্থল। কোনমতে কম্বলটা জড়িয়ে বসে আছি। রাত ১২টা ১ মিনিটে যশোর সেনাছাউনি নতুন বছরের উজ্জীবনী গীতিতে মুখর হয়ে উঠল। নারী-পুরুষের যৌথ কন্ঠের মন মাতানো সংগীত নাচ, হাত হালি, ঘুঙুরের ঝনঝনানি, উল্লাস, উন্মাদনা সবই ভেসে আসছিল কর্ণকুহরে। আমার মাটিতে প্রথম নববর্ষেই আমি অনুপস্থিত। এ কথা ভাবতেই আমি কানে আর কিছুই শুনতে পেলাম না। শুনলাম কেবল একটা ব্যাঙ্গাক্মক অট্টহাসি। -’রক্ত দিয়ে এই স্বাধীনতা আনলে তোমরা” যার অর্থ দাঁড়ায় কতকটা এরকম।

রাতের ঘুটঘুটে সেই অন্ধকারে আমি সেদিন কম্বল জড়িয়েও ঘেমে উঠেছিলাম, শিহরিয়ে উঠেছিলাম পুনঃ পুনঃ। স্বাধীনতার সতের বছর পরেও আমি নিশ্চিত হতে পারছি না। অন্ধকারে আজো আমি একইভাবে শিহরে উঠি আর যেন শুনতে পাই- “রক্ত দিয়ে এই স্বাধীনতা আনলে তোমরা।”


বিস্তারিত এখানে,
Click this link...

উপহার দেয়া, আবার সেই উপহার চুরি করে নিয়ে যাওয়া, আবার সেই লুন্ঠিত উপহার
ঢাকডোল পিটিয়ে ফেরত দেয়া কোন ধরনের মানসিকতা? আর তাতে কি বন্ধুত্ব বাড়ে?

মঙ্গলবার, ২১ জুন, ২০১১

ফেসবুক অ্যাকাউন্টে হ্যাকিং হবে না



আপনার ফেসবুকের ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তবু কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এর জন্য প্রথমে সামাজিক যোগাযোগর ওয়েবসাইট ফেসবুকে ঢুকে (লগ-ইন) ডান পাশের Account থেকে Account Settings-এ যেতে হবে। এখন নিচে Account Security-এর ডান পাশের change-এ ক্লিক করুন। এখন Login Approvals-এর নিচে Require me to enter a security code sent to my phone বক্সে টিক চিহ্ন দিন। টিক চিহ্ন দেওয়ার সময় নতুন একটি বার্তা এলে Set Up Now-এ ক্লিক করুন। এখন Phone number: বক্সে আপনার মোবাইল নম্বর লিখে Continue-এ ক্লিক করুন। আপনার মোবাইল ফোনে একটি সাংকেতিক (কোড) নম্বর আসবে। নম্বরটি কোড বক্সে লিখে Submit Code বাটনে ক্লিক করে Close-এ ক্লিক করুন। (Login Notifications-এর নিচে Send me an email এবং Send me a text message বক্সেও টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন।) এখন Save-এ ক্লিক করে বেরিয়ে আসুন। এখন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেরিয়ে (লগ-আউট) আবার ফেসবুকে লগ-ইন করুন। দেখবেন Name New Computer নামে একটি পেইজ এসেছে। সেখানে Computer name বক্সে কোনো নাম লিখে Add to your list of recognized devices বক্সে টিক চিহ্ন দিয়ে Continueতে ক্লিক করুন।

এখন থেকে প্রতিবার আপনার কম্পিউটার ছাড়া অন্য কারও কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে চাইলে আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে Continue-এ ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। কাজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড সবাই জানলেও কেউ আপনার ফেসবুকে লগইন করতে পারবে না।

এখন প্রশ্ন হতে পারে, মোবাইল নম্বর যদি হারিয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, তাহলে? সে ক্ষেত্রে আপনি অন্য কারও কম্পিউটার থেকে লগইন করতে পারবেন না। আপনার নিজের কম্পিউটার থেকে লগইন করতে পারবেন এবং সেটিংসে গিয়ে মোবাইল নম্বরও পরিবর্তন করতে পারবেন।


রবিবার, ১৯ জুন, ২০১১

কাকে খুশি করার জন্য তামাবিল স্থল বন্দরের ৩ একর ভূমি ভারতকে ছেড়ে দেয়া হচ্ছে ???

তকাল শনিবার সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার তামাবিল সীমান্তে কয়লা ব্যবসায়ী ও স্থানীয় জনগণের বিক্ষোভের মুখে আবারও স্থগিত হলো তামাবিল সীমান্তে জয়েন্ট বাউন্ডারী ওয়ার্কিং গ্রুপ-এর জরিপ কাজ। ৩ একর ভূমি ছেড়ে দেয়া বা পিলার প্রতিস্থাপনের কিছুই জানে না যেমন বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী বিজিপি, তেমনিভাবে সীমান্তবাসীও এর খবর জানে না। মুখ খুলতে চান না জরিপ অধিদফতরের কর্মকর্তারাও। এ নিয়ে তামাবিল কয়লা ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এলাকাবাসী ও ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে গতকালের সীমান্ত জরিপ স্থগিত করতে বাধ্য হলেন কর্তৃপক্ষ। তবে যে কোন সময়ে শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত এ জরিপ কাজ চলবে বলে জানা যায়। গত ২ ও ৩ জুন সচিব ও হাইকমিশনার পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত আজো জানেনি গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার জনগণ। গতকাল জরিপ কর্মকর্তাদের কাছে চির অবহেলিত, জৈন্তাপুর উপজেলার জনগণ জানতে চায়, কিসের বিনিময়ে, কাকে খুশি করার জন্য তামাবিল স্থল বন্দরের ৩ একর ভূমি ভারতকে ছেড়ে দেয়া হচ্ছে। কোন সদুত্তোর না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন জনগণ। তারা দ্ব্যর্থহীন ভাবে জানান, প্রয়োজনে জীবন দিয়ে হলেও ১ ইঞ্চি জমিও ভারতের হাতে তুলে দেব না। বিক্ষোভকারীদের শান্ত্বনা দিতে ছুটে আসেন সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ প্রতিবেদকের সাথে আলাপকালে কয়লা ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, তামাবিল সীমান্তে কোন প্রকার অপদখলীয় ভূমি নাই। তবে কেন ভূমি ভারতকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ।
পাদুয়া সীমান্তে ১
৭০ থেকে ১২৭১-এর ৭এস নং পিলার পর্যন্ত তিনটি খুঁটি বসিয়ে সীমানা নির্ধারণ করে বাংলাদেশের ভূ-খন্ড ভারতকে দেওয়ার পর আজ আবারও সিলেট'র বাংলাদেশের দ্বিতীয় স্থল বন্দর তামাবিল সীমান্ত এলাকার ১২৭৫ নং পিলারের ১এস থেকে ৭এস পিলার পর্যন্ত অতি মূল্যবান বাংলাদেশের ৩ একর ভূমি ছেড়ে দিতে পারে বাংলাদেশী জরিপ টিম। এ নিয়ে জরিপ টিমের সাথে আলাপকালে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন এড়িয়ে গেলেও উচ্চ পর্যায়ের নির্দেশে গতকাল সকাল ১০ টায় ৩ একর ভূমি ভারতকে বুঝিয়ে দেয়ার কথা স্বীকার করেন।
বিজিপি ৫ ব্যাটলিয়নের সিও লেঃ কর্ণেল মোঃ শফিউল আজম জানান, উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে উভয় দেশের জরিপ দল কাজ করছে। ভূমি ছেড়ে দেয়া বা পিলার স্থাপন বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। পাদুয়া সীমান্তে বাঁশের খুঁটি বসানোর ব্যাপারে তিনি জানান, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে উচ্চ পর্যায়ের বৈঠকে। জরিপ অধিদফতরের মহাপরিচালক ইকবাল হোসেন ফোনে জানান, সীমান্ত সমস্যাটি দীর্ঘদিনের। বিষয়টি ঝুলন্ত না রেখে সকল মহলের গ্রহণযোগ্য সমাধান হউক এটা তিনি প্রত্যাশা করেন। তবে তিনি বলেন, উভয় দেশের রাষ্ট্রীয় পর্যায়ে যা সিদ্ধান্ত হবে তার বিরুদ্ধে কিছু বলার থাকবে না। গত বছরের ডিসেম্বর থেকে অদ্যাবধি সীমান্তবর্তী জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় দু'টি জরিপ টিম দীর্ঘদিন থেকে কাজ করলেও এর কোন সুফল দেখতে পায়নি সীমান্তের জনগণ। জরিপ টিমের সহকারী পরিচালক দবির উদ্দিন সাংবাদিকদের জানান এব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। ৪৪ বছর পর আবার কেন সিলেট সীমান্তে জরিপ কাজ করে পিলার স্থাপন করা হচ্ছে কার স্বার্থে যা জানতে চায় সীমান্তবর্তী এলাকার জনগণ।
গত ২০০২ সালে সীমান্তে উভয় দেশে মাঠ পর্যায়ে যে জরিপ কাজ হয়েছে ১০টি স্থানের জমিগুলি ও বিভিন্ন ব্যক্তি ও বাংলাদেশের সরকারের নামে রেকর্ড হয়। তখন ভারত কোন প্রতিবাদ করেনি। উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল তামাবিল সীমান্তে ১২৭৫ নং পিলার এর ১এস থেকে ৭এস নং পিলার পর্যন্ত প্রায় ৩ একর দেশের সর্ববৃহৎ দ্বিতীয় স্থলবন্দরের অতি মূল্যবান ভূমি ভারতকে ছেড়ে দিতে পারে বাংলাদেশ সরকার। আর ছেড়ে দিলেই গর্জে উঠবে সীমান্তবর্তী উপজেলা জনগণসহ সিলেটবাসী। আর এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলে সাফ জানিয়ে দিলেন গতকালের বিক্ষোভকারীরা।

@@@গণপ্রতিরোধে ভারতকে ভূমি ছাড় দেয়া স্থগিত@@@
মো. দেলোয়ার হোসেন জৈন্তাপুর (সিলেট)
গণপ্রতিরোধের মুখে সিলেটের তামাবিল সীমান্তে বাংলাদেশের জমি ভারতকে ছেড়ে দেয়ার উদ্যোগ স্থগিত করেছে সরকার। লোকদেখানো ভারত-বাংলাদেশ যৌথ জরিপের মাধ্যমে তামাবিল স্থলবন্দর সংলগ্ন তিন একর জমি ভারতের হাতে তুলে দেয়ার খবর পেয়ে স্থানীয় জনগণ, শ্রমিক ও ব্যবসায়ীরা তীব্র প্রতিবাদ জানায়। স্থানীয় জনগণ, সীমান্তরক্ষী, এমনকি জনপ্রতিনিধি, প্রশাসনের মতামত উপেক্ষা করে উপরের নির্দেশে বাংলাদেশ ভূখণ্ডের কিছু অংশ ভারতের হাতে তুলে দেয়া হচ্ছে—এ খবর শুনে গতকাল সকাল থেকেই এলাকায় বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে এই বিক্ষোভে এলাকার সাবেক এমপি দিলদার হোসেন সেলিমসহ অন্য জনপ্রতিনিধিরাও শরিক হন। এলাকাবাসীর চাপের মুখে এক পর্যায়ে জরিপ কাজ স্থগিত করা হয়। এ নিয়ে সীমান্ত এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। এর আগে জৈন্তাপুরের ডিবির হাওর ও কেন্দ্রিবিলের প্রায় ৫৫ একর জমি ভারতের হাতে তুলে দেয়ার আয়োজন করা হয়েছিল। ওয়াকিবহাল সূত্রগুলো বলছে, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে প্রায় এক হাজার একর জমি যৌথ জরিপসহ নানা অজুহাতে ভারতের হাতে তুলে দেয়ার জন্য দীর্ঘদিন থেকে ভারত চাপ দিয়ে আসছে। অতীতের সরকারগুলো কখনও এগুলো আমলে না নিলেও বর্তমান সরকারের আমলে ইতোমধ্যে জৈন্তাপুরের পদুয়ায় সাড়ে তিনশ’ একর জমি ভারতের হাতে তুলে দেয়া হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সীমান্তে ম্যাপ পাল্টে প্রায় ৫০০ বিঘা জমি ভারত তার দখলে নিয়েছে বলে গত ডিসেম্বরে জাতীয় দৈনিকে খবর বেরিয়েছে। এর আগে গত অক্টোবরে দেশের বিভিন্ন স্থানে ১২টি এলাকায় জিরো পয়েন্টের ৫০ গজের মধ্যে ভারতকে কাঁটাতারের
বেড়া নির্মাণের অনুমতি দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক আইন অনুযায়ী জিরো পয়েন্টের দেড়শ’ গজের মধ্যে কোনো দেশেরই স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এভাবে বর্তমান সরকারের আমলে নানা অজুহাতে বাংলাদেশের বহু ভূখণ্ড ভারতের হাতে তুলে দেয়া হচ্ছে। পাশাপাশি জকিগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন সীমান্তে ভারত বাংলাদেশের নিজস্ব ভূখণ্ডেও স্থাপনায় বাধা দিচ্ছে।
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত এলাকা নিয়ে দীর্ঘ দিন যাবত্ বিরোধ চলে আসছিল। সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দিল্লি ও ঢাকায় এবং সিলেট ও ডাউকিতে একাধিকবার উচ্চ পর্যায়ে বৈঠক হয়। জরিপ টিম সূত্রে জানা যায়, বাংলাদেশ ও ভারত উচ্চ পর্যায়ের বৈঠকে সিলেট সীমান্তের অপদখলীয় ভূমি চিহ্নিত করার সিদ্ধান্ত হয়। এরই আলোকে গত ডিসেম্বর থেকে সীমান্তে উভয় দেশের জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ সীমানা নির্ধারণের কাজ শুরু করে। ভারতের চাপের মুখে ও অবৈধ দাবির প্রেক্ষিতে বহুবার জরিপ কাজ স্থগিত হয়ে যায়। এ নিয়ে ভারত-বাংলাদেশ উচ্চ পর্যায়ে একাধিকবার বৈঠক হলেও কোনো সফলতা আসেনি। গত ২ ও ৩ জুন ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভাট্টাচার্য ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) ড. কামালের নেতৃত্বে সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ডাউকি ও তামাবিলে একাধিক বৈঠকের পর সিলেটের সীমান্ত এলাকার ১০টি স্থান চিহ্নিত করা হয়। এ থেকে ৪টি স্থান পাদুয়া, সোনারহাটের লিংকহাট, তামাবিল, নলজুরী এলাকার কিছু স্থান ভারতকে ছেড়ে দেয়ার গোপন সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় গত ৪ ও ৫ জুন পাদুয়া সীমান্তের ১২৭০নং মেইন পিলার থেকে ১২৭১-এর ৭এস পিলার পর্যন্ত বিএসএফ পোস্ট থেকে ৫০ মিটার ভূমি ভারতকে ছেড়ে দেয়ার লক্ষ্যে ৩টি স্থানে প্রায় ৩৫০ একর ভূমি বাঁশের খুঁটি বসিয়ে ভারতকে বুঝিয়ে দেয়া হয়। তাতে ভারতীয় বিএসএফ ও নাগরিকরা সন্তুষ্ট না হয়ে বাংলাদেশের পিয়াইন নদী পর্যন্ত প্রায় হাজার একর ভূমি দাবি করায় জরিপ কাজ স্থগিত হয়ে যায়।
উচ্চ পর্যায়ের নির্দেশে গতকাল সকাল ১১টায় তামাবিল জিরো পয়েন্ট সংলগ্ন ১২৭৫নং পিলারের ১ এস থেকে ৭ এস পর্যন্ত প্রায় ৩ একর ভূমি ভারতকে বুঝিয়ে দেয়ার লক্ষ্যে উভয় দেশের যৌথ সার্ভে দল সীমানা নির্ধারণের কাজ শুরু করে। এ সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সহকারী পরিচালক জরিপ মো. দবির উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন সহকারী পরিচালক জরিপ এসানপ্লাইসহ উভয় দেশের ১৫/২০ জন সদস্য।
উভয় দেশের প্রতিনিধিরা জরিপ কাজ শুরু করলে স্থানীয় সীমান্তবাসী, কয়লা ব্যবসায়ী ও শ্রমিকদের গণপ্রতিরোধের মুখে জরিপ কাজ বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা সিলেট-তামাবিল মহাসড়কে ভারতকে বাংলাদেশের ভূখণ্ড ছেড়ে দেয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করে। সংবাদ পেয়ে সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমদ চৌধুরী ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় সাবেক এমপি বলেন, দেশ বিভক্তির পর ১৯৪৭ সালে ভারত-পাকিস্তানের সীমানা নির্ধারণ করা হয়, ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। ২০০২ সালে ভারত-বাংলাদেশ যৌথ জরিপ টিমের উদ্যোগে সীমান্ত জরিপ কাজ হয়। সীমান্তের ভূমি বাংলাদেশের জনগণ ও সরকারের নামে রেকর্ডভুক্ত হয়। তখন ভারত কোনো প্রতিবাদ করেনি। দীর্ঘদিন পর ভারতীয় আগ্রাসী তত্পরতায় মনে হচ্ছে, এটা বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। তিনি বলেন, গত বছর তামাবিল স্থলবন্দর থেকে সরকার ৫০ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ৪২২ টাকা রাজস্ব আয় করে। এই স্থলবন্দরের ৩ একর ভূমি ভারতকে সরকার কিসের বিনিময়ে দিতে চায়? দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সীমান্তবাসীর সঙ্গে শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও এই আগ্রাসী তত্পরতা প্রতিহত করব।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, বর্তমানে সীমান্তবাসীর বাধারমুখে জরিপ কাজ স্থগিত করা হয়। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
জরিপ টিমের সহকারী পরিচালক দাবির উদ্দিন বলেন, উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তের অপদখলীয় ভূমি ভারতকে ছেড়ে দেয়ার সিদ্ধান্তের লক্ষ্যে আমরা জরিপ কাজ করছি। তামাবিল এলাকায় অপদখলীয় ভূমি আছে কিনা জানতে চাইলে তিনি কোন প্রকার অপদখলীয় ভূমি নাই বলে এলাকাবাসীকে জানান।
কয়লা ব্যবসায়ী জালাল উদ্দিন, সারওয়ার হোসেন সেদু, মনিরুজ্জামান মিন্টু, কয়লা শ্রমিক সভাপতি বাচ্চু মিয়া, সেক্রেটারি লিটন মিয়াসহ সীমান্তবাসী প্রতিবাদ সভায় বলেন, সরকার এই স্থলবন্দর থেকে বছরে কোটি কোটি টাকা রাজস্ব আয় করে। বর্তমানে তামাবিল স্থলবন্দরে যে ভূমি রয়েছে তা ব্যবসায়ীদের সংকুলান হচ্ছে না। কিসের স্বার্থে গোপন চুক্তিতে সরকার ভারতকে তামাবিল স্থলবন্দরের ভূমি ছেড়ে দেয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আমরা জীবন দিয়ে হলেও প্রতিহত করব।
এর আগে বিজিবি ৫ ব্যাটালিয়নের সিও লে. কর্নেল মো. শফিউল আলম জানান, উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে উভয় দেশের জরিপ দল কাজ করছে। জমি ছেড়ে দেয়া বা পিলার স্থাপনের বিষয়ে আমি কিছুই জানি না। পাদুয়া সীমান্তে বাঁশের খুঁটি বসানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী এ প্রক্রিয়ায় কাজ করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে উচ্চপর্যায়ের বৈঠকে।
এ বিষয়ে জরিপ অধিদফতরের পরিচালক মো. ইকবাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, সীমান্ত সমস্যাটি দীর্ঘদিনের। বিষয়টি ঝুলন্ত না রেখে সব মহলের গ্রহণযোগ্য সমাধান হোক—এটিই প্রত্যাশা করি। যাতে উভয় রাষ্ট্রের সীমান্তবাসী শান্তিতে বসবাস করতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৬৭ সালে সীমান্ত নির্ধারণ করা হয়। এখন আর সীমান্ত নির্ধারণের প্রশ্নই ওঠে না। তবে উভয় দেশের রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত যা হবে, এ বিষয়ের ওপর আমার বলার কিছু নেই। দুটি রাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে কিছুই বলা যাবে না।
গত বছরের ডিসেম্বর থেকে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় দুটি জরিপ টিমকে প্রায় সময় সীমান্তে জরিপ কাজ করতে দেখা যায়। তবে এতে কোনো সফলতা আসেনি। স্থানীয় জরিপ টিমের টিম লিডার সহকারী পরিচালক (জরিপ) মো. দবির উদ্দিন বলেন, আমি এ ব্যাপারে কিছুই বলতে পারব না। তবে যা করছি উচ্চ পর্যায়ের নির্দেশেই করছি। আমাদের কাজকর্ম দেখে বুঝে নিন আমরা কী করছি।
১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী উভয় দেশ যৌথ জরিপের মাধ্যমে স্থায়ীভাবে সমস্যা সমাধানের সিদ্ধান্ত হয়। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টে (এলবিএ) উল্লেখ আছে—চুক্তি স্বাক্ষরের ৬ মাসের মধ্যে অপদখলীয় ভূমি কোনো প্রকার ক্ষতিপূরণ ছাড়াই হস্তান্তর করতে হবে। বাংলাদেশ তা মানলেও ভারতীয়রা এখনও তা মানেনি। ফলে প্রতিনিয়ত সমস্যা লেগেই আছে।
২০০২ সালে সীমান্তে উভয় দেশের মাঠ পর্যায়ে যে জরিপ হয়েছে, তাতে ১০টি স্থানের জমি বিভিন্ন ব্যক্তি ও বাংলাদেশ সরকারের নামে রেকর্ড হয়। তখন ভারত কোনো প্রতিবাদ করেনি।
জমি ছাড়ার বিষয়টি নিয়ে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এমদাদ হোসেন জানান, আপনাদের মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন, কোনো অপশক্তি যেন আমাদের এক ইঞ্চি ভূমিও নিতে না পারে। তামাবিল স্থলবন্দর থেকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় করছে। এ স্থলবন্দরের কিছু জায়গা ভারতকে ছেড়ে দিলে সীমান্তের ব্যাপক নিরাপত্তা বিঘ্নিত হবে, পাথর উত্তোলন বন্ধ হয়ে যাবে, কয়লা ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির শিকার হবেন, হাজার হাজার পাথর, বালু ও কয়লা শ্রমিক বেকার হওয়াসহ সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। তিনি আরও বলেন, আমরা বর্তমানে শান্তিতে উভয় দেশ ব্যবসা-বাণিজ্য করে আসছি। হঠাত্ করে জমি দেয়ার সিদ্ধান্ত কোনো মহলই মেনে নিতে পারবে না। তামাবিল স্থলবন্দর রক্ষার্থে প্রয়োজনে সীমান্তবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
আগামী ২০ জুন গোয়াইনঘাট উপজেলার সোনার হাটের লিংকহাট সীমান্ত এলাকার বেশ কিছু ভূমি ভারতকে ছেড়ে দিতে পারে বাংলাদেশ। আগামী ৩০ জুন পর্যন্ত এ জরিপ কাজ চলবে বলে জানা যায়।
১২ পয়েন্টে বাংলাদেশের ভূখণ্ড দখলে নিয়ে বেড়া : এর আগে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে সীমান্তের ৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি বাংলাদেশ সরকারের কাছ থেকে আদায় করে নেয় ভারত। প্রথমে বিডিআর এ কাজে বাধা দিলেও উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে তারা কেবল সরেই আসেনি, মাপঝোক করে স্থাপনা তৈরির জন্য বিএসএফকে জায়গাও বুঝিয়ে দিয়ে এসেছে। সীমান্তের ৪৬ পয়েন্টে বাংলাদেশের ভূমিতে বেড়া নির্মাণের চেষ্টা দীর্ঘদিন থেকে ভারত করে আসছিল। কিন্তু সফল হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত বছর জানুয়ারিতে ভারত সফর ও ৫০ দফা সমঝোতা স্মারকের পরই সীমান্তের নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণে আবারও সক্রিয় হয় ভারত। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে বাংলাদেশের ওয়ার্কিং টিম সরেজমিনে ভারতের দাবিকৃত জায়গাগুলো পরিদর্শন করে।। কিমিটি ৬টি শর্ত সাপেক্ষে সীমান্তের ১২২টি পয়েন্টে বাংলাদশের জমিতে বেড়া নির্মাণ করতে দেয়ার নীতিগম সিদ্ধান্ত দেয়। শর্তগুলোর মধ্যে ছিল তিনবিঘা করিডোর ইস্যু নিষ্পত্তি করা, ৩২টি ফেনসিডিল কারখানা সীমান্ত থেকে সরিয়ে নেয়া, ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান, পঞ্চগড় ও বাংলাবন্ধায় পর্যটন সুবিধা দেয়া এবং অপদখলীয় ভূমি সমস্যার স্থায়ী সমাধান ইত্যাদি। কিন্তু এসব ইস্যুর সমাধান ছাড়াই গত বছর অক্টোবরে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আখাউড়াসহ দেশের বিভিন্ন সীমান্তে ১২টি স্থানে সীমান্ত আইন লঙ্ঘন করে মাত্র ৫০ গজের মধ্যে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করে। এতে করে এসব স্থানে কার্যত বাংলাদেশের একশ’ গজ ভূমির ওপর অধিকার নষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১

সংবাদপত্রের কালো দিবস সেই ১৬ জুন আজ !!!

আজ ১৬ জুন। সংবাদপত্রের স্বাধীনতা হরণের সেই কালো দিবস। ১৯৭৫ সালের এই দিনে তত্কালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাকশালের দর্শন অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে দুটি মাত্র সংবাদপত্রের (দৈনিক বাংলা ও বাংলাদেশ অবজারভার) ডিক্লারেশন বহাল রেখে সব পত্রিকার ডিক্লারেশন বাতিল করেন। পরে ইত্তেফাক ও বাংলাদেশ টাইমসকে নতুনভাবে ডিক্লারেশন দিয়ে সরকারি ব্যবস্থাপনায় মোট চারটি পত্রিকার প্রকাশনা সাময়িকভাবে অব্যাহত রাখেন। এর আগে তিনি চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল গঠন করেন এবং এ ব্যবস্থাকে তিনি দ্বিতীয় বিপ্লব হিসেবে উল্লেখ করেন। এই বিপ্লব সফল করতেই তিনি চারটি দৈনিক পত্রিকা রেখে সব দৈনিক পত্রিকা বন্ধ করে দেন। ফলে কয়েক হাজার সাংবাদিক ও সংবাদপত্রকর্মী বেকার হয়ে পড়েন।
অন্যদিকে গণমাধ্যমের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের এই বিপ্লবী হস্তক্ষেপে রুদ্ধ হয়ে যায় সংবাদপত্রের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, গোষ্ঠীর স্বাধীনতা এবং ব্যক্তিস্বাধীনতা। তখন গণমাধ্যমের বিরুদ্ধে সরকারের এই নির্যাতনমূলক কার্যকলাপের প্রতিবাদ করার সাহস কারও হয়নি। তবে পরের বছর থেকে সাংবাদিক সমাজ এই দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে আসছে।
এদিকে কালের আবর্তে এবার এমন সময়ে দিনটি আমাদের মাঝে এসেছে যখন সেই আওয়ামী লীগের সরকার ক্ষমতাসীন। বর্তমান অবস্থায় তারা সেই সময়কার একদলীয় বাকশালী নীতিমালা গ্রহণ না করলেও কার্যত দেশে নবরূপে বিরাজ করছে সেই বাকশালী ব্যবস্থা। বর্তমান আওয়ামী লীগ সরকার নানা কৌশলে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করছে এবং সাংবাদিকদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ সরকার ক্ষমতায় আসার পর বেসরকারি টিভি চ্যানেল ওয়ান এবং পরীক্ষামূলকভাবে সম্প্রচাররত যমুনা টিভি বন্ধ করে দিয়েছে। আর সত্য প্রকাশের অপরাধে গত বছরের ১ জুন এই সরকার বাকশালী কায়দায় দৈনিক আমার দেশ বন্ধ করে দেয়। একই সঙ্গে পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে বর্বরোচিত নির্যাতন চালায়। এই ঘটনা দেশি-বিদেশি গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। প্রায় এক মাস বন্ধ থাকার পর আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে দৈনিক আমার দেশ পুনঃপ্রকাশিত হয়। অন্যদিকে প্রায় ১০ মাস কারাভোগের পর মুক্ত হন সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার, ১০ জুন, ২০১১

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ৩০ লাখ থেকে সরে গেল সরকার

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা প্রসঙ্গে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন বলেছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ই জানুয়ারি লন্ডনের ক্লারিজ হোটেলে এক সংবাদ সম্মেলনে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা ‘লক্ষ লক্ষ’ (মিলিয়নস) উল্লেখ করেছিলেন। তিনি ত্রিশ লাখ বলেননি।’
লন্ডনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান পত্রিকায় এবারে নতুন করে এ বিতর্কের সূত্রপাত করেন সাংবাদিক আয়ান জ্যাক। গার্ডিয়ান পত্রিকার সিনিয়র সাংবাদিক আয়ান জ্যাক অক্সফোর্ড একাডেমিক শর্মিলা বোসের বই ‘ডেড রেকনিং: মেময়ার্স অব দ্য বাংলাদেশ ওয়ার’ সূত্রে উল্লেখ করেন যে, একাত্তরের যুদ্ধকালে সকল পক্ষে নিহতের সংখ্যা ৫০,০০০ থেকে ১ লাখের মধ্যে হবে। আয়ান বলেন, শর্মিলার বই অনেক প্রতিবেদনের সত্যতা সম্পর্কে প্রশ্ন তুলেছে। যেমন একটি হত্যাকাণ্ডের ঘটনায় আট হাজার হিন্দু হত্যার কথা বলা হলেও সেখানে সম্ভবত শুধুই ১৬ জনের মৃত্যু ঘটে। গত ২১শে মে গার্ডিয়ানে প্রকাশিত নিবন্ধের শুরুতেই আয়ান উল্লেখ করেন, ‘অজ্ঞতা এমন একটি বিষয় যার সঙ্গে সহজেই বসবাস করা সম্ভব। আর সম্ভবত সে কারণেই এটা একটা মামুলি ব্যাপার।’
৩০ বছরের বেশি সময়ের আগে আয়ান তার বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন। খুলনায় তিনি তার এক জন্মদিনে একটি চাইনিজ রেস্তরাঁয় খাওয়ার তথ্যও দেন। ‘আমার সঙ্গে একজন আলোকচিত্রী ছিলেন। সে সময় অনেকের সঙ্গে আলাপ হয়েছিল। কিন্তু স্মরণ করতে পারি না যে, কেউ মাত্র আট বছর আগের গণহত্যা সম্পর্কে আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছিল।’ এরপর আয়ান বলেন, ‘অন্য অনেক বাঙালির মতো শর্মিলাও কলকাতায় বেড়ে ওঠেন একথা শুনে যে, একাত্তরের যুদ্ধে বাংলাদেশে ত্রিশ লাখ লোক প্রাণ হারিয়েছিল।
আয়ান এরপর বলেন, একাত্তরের ১৮ই জুন লন্ডনের সানডে টাইমস পত্রিকায় অ্যান্থনি ম্যাসকারেনহাসের একটি দীর্ঘ প্রতিবেদন ছাপা হয়। তাতে বিশ্ব পাকিস্তানি নৃশংসতার কথা জানতে পারে। ম্যাসকারেনহাসকে তার করাচির বাসা থেকে পাক আর্মি ঢাকায় নিয়ে যায় তাদের ভাল কাজের ওপর প্রতিবেদন লেখাতে। কিন্তু সেখানে গিয়ে তিনি গণহত্যার বীভৎস রূপ প্রত্যক্ষ করেন। তিনি ঢাকা থেকে লন্ডনে এসে সানডে টাইমসের সম্পাদক হ্যারল্ড ইভান্সের সঙ্গে দেখা করেন। ইভান্সের অটোবায়োগ্রাফি অনুযায়ী ম্যাসকারেনহাস- আর্মি অফিসাররা তাকে বলেছিলেন যে, দরকার হলে দুই মিলিয়ন বা বিশ লাখ লোককে হত্যা করে হলেও তারা পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদ জনমের মতো স্তব্ধ করে দেবেন। তারপর তারা উপনিবেশ হিসেবে শাসন করবেন ত্রিশ বছর। আয়ান লিখেছেন, এই যে হুমকি সেটাই পরে ‘তিন মিলিয়নে’ উন্নীত হয়, যা আজও বাংলাদেশ ও ভারতে স্বীকৃত তথ্য হিসেবে ব্যবহূত হয়ে চলেছে। আয়ান বলেন, বাংলাদেশের গণহত্যা সম্পর্কে এ পর্যন্ত অল্প কিছু ইতিহাসবিদ ও গবেষক সত্য ও সঠিক তথ্য দেখিয়েছেন।
উল্লেখ্য, আয়ান জ্যাকের এই লেখা ছাপা হওয়ার পর গার্ডিয়ানে অন্তত দু’টি চিঠি ছাপা হয়। বিবিসি বাংলা সার্ভিসের সাবেক উপপ্রধান সিরাজুর রহমান গত ২৪শে মে লিখেছেন, পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ৮ই জানুয়ারি ১৯৭২ আমিই প্রথম বাংলাদেশী যিনি স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। হিথরো থেকে তাকে ক্লারিজে নিয়ে এসেছিলেন ভারতের তৎকালীন হাইকমিশনার অপা ভাই পান্থ। আমি হিথরোতে তার পরপরই ছুটে যাই। মুজিবকে যখন মি. পান্থ ‘ইয়োর এক্সিলেন্সি’ বলেছিলেন তখন মুজিব খুবই অবাক হন। তিনি প্রায় শকড হন। তখন আমি তাকে বলি যে, বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আপনার অনুপস্থিতিতে আপনাকে বাংলাদেশের রাষ্ট্রপতি করা হয়েছে। পূর্ব পাকিস্তান থেকে তিনি যেন এ ধারণা পেয়ে এসেছিলেন যে, পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন মেনে নেয়া হয়েছে। ওইদিন আমি এবং অন্যরা তাকে পুরো ঘটনার বিবরণ দেই। আমি তাকে বলি যে, মোট কতজন নিহত হয়েছেন তার সঠিক সংখ্যা আমরা জানি না। তবে আমাদের অনুমান ‘তিন লাখ’ হতে পারে। পরে আমি মারাত্মক বিস্ময়ের সঙ্গে জানতে পারি যে, তিনি ডেভিড ফ্রস্টকে ‘থ্রি মিলিয়নস অব মাই পিপল’ অর্থাৎ ত্রিশ লাখ লোক মারা গেছে মর্মে উল্লেখ করেন। তিনি ভুল অনুবাদ নাকি ভুল বুঝেছিলেন আমি জানি না। তবে অনেক বাংলাদেশী এখন বিশ্বাস করেন যে, ত্রিশ লাখ সংখ্যাটি অবাস্তব এবং অবিশ্বাসযোগ্য।
লন্ডনের বাংলাদেশ হাইকমিশন গার্ডিয়ানের কাছে সিরাজুর রহমানের বক্তব্যের বিষয়ে একটি ব্যাখ্যা প্রেরণ করেছে। এতে সিরাজুর রহমানের হিথরোতে উপস্থিতি এবং মুজিবের সঙ্গে তার কথোপকথনের বিষয়টি খণ্ডন করা হয়। ২রা জুন প্রকাশিত এই ব্যাখ্যায় বলা হয়, বঙ্গবন্ধু তখন ড. কামাল হোসেনের কাছ থেকেই ব্রিফড হয়েছিলেন। লন্ডনের ভারতীয় হাইকমিশনের রেকর্ডপত্র থেকে দেখা যায়, ওই সময়ে লন্ডনের ভারতীয় হাইকমিশনার পান্থ কিংবা তাদের কোন কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানাতে হিথরোতে যায়নি। বাংলাদেশী কূটনীতিকরা তাকে অভ্যর্থনা জানান।
এখানে লক্ষণীয় যে, বাংলাদেশ হাইকমিশনের এ ব্যাখ্যায় ‘ত্রিশ লাখ’ বিষয়ে শর্মিলা বোস ও আয়ান জ্যাকের মন্তব্যের বিষয়ে কোন মন্তব্য নেই। বরং তারা বলেছে, বঙ্গবন্ধুকে তখন বাংলাদেশের পক্ষে ব্রিফ করা হয় যে, যুদ্ধে ‘মিলিয়নস অব পিপল’ মারা গেছেন। আর ক্লারিজ হোটেলের সংবাদ সম্মেলনে মুজিব বলেন, ‘মিলিয়নস অব পিপল ডায়েড... থাউজেন্ডস অব ভিলেজেস হ্যাভ বিন বার্ন্ট।’ বঙ্গবন্ধু যে ‘ত্রিশ লাখ’ বলেননি তা প্রমাণ করতে বাংলাদেশ হাইকমিশন এমনকি ওই সময়ের ভিডিও ইউটিউবে পাওয়া যাওয়ার বিষয়টিও উল্লেখ করে।
বাংলাদেশ হাইকমিশন কার্যত প্রমাণ করেছে যে, ত্রিশ লাখের সংখ্যাটি বঙ্গবন্ধু মুজিব বলেননি। হাইকমিশনের পক্ষে রাশেদ চৌধুরী বলেন, “বাংলাদেশে আসার আগেই তিনি অবহিত হন যে, একাত্তরের যুদ্ধে ‘মিলিয়নস’ মারা গেছেন। ভিডিও সেটাই প্রমাণ করে।’’ ডেভিড ফ্রস্টের সাক্ষাৎকার বিষয়ে হাইকমিশন অবশ্য কোন মন্তব্য করেনি।

বুধবার, ৮ জুন, ২০১১

 চট্টগ্রামে তৈরি হবে মিতসুবিশির গাড়ি


পাজেরোর স্পোর্টস ইউটিলিটি ভেহিকল গাড়ি

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি বাংলাদেশে গাড়ি তৈরি করবে। চলতি বছরই চট্টগ্রামে অবস্থিত প্রগতির প্ল্যান্টে এসইউভি গাড়ি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) পাজেরোর স্পোর্টস মডেলের উত্পাদন শুরু হবে। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ ১৯৭০ সাল থেকেই মিতসুবিশির সঙ্গে কাজ করে আসছে। চট্টগ্রামে তাদের প্ল্যান্টে পাজেরো স্পোর্টসের উত্পাদনের লক্ষ্যে মিতসুবিশি থাইল্যান্ড থেকে এর যন্ত্রাংশ সরবরাহ করবে।
বাংলাদেশে মিতসুবিশির বিভিন্ন মডেলের গাড়ির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। ২০১০ সালে বাংলাদেশে মিতসুবিশির বিক্রি বেড়েছে পঞ্চান্ন শতাংশ। বাংলাদেশে গাড়ির বাজারের পরিসরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করে প্রতিষ্ঠানটি।

বাঙালি নাকি বাংলাদেশি: কোন্‌টি আমাদের আত্মপরিচয়?

আমাদের আত্মপরিচয় খোঁজার আগে জাতিসত্তা, জাতীয়তা, জাতীয়তাবাদনাগরিকত্ব সম্পর্কে ধারণালাভ করা দরকার।

জাতিসত্তা (ethnicity) হচ্ছে জাতি বা গোষ্ঠীগত পরিচয়, জাতীয়তা নয়। এটি রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত নয় এবং অনেক ক্ষেত্রেই রাষ্ট্রের সীমানা দ্বারা সীমাবদ্ধও নয়। একাধিক জাতিসত্তার মানুষ যেমন একই রাষ্ট্রে বসবাস করে থাকে, একই জাতিসত্তার মানুষ তেমনি একাধিক রাষ্ট্রে ছড়িয়ে থাকতে পারে। ঢাকা, লন্ডন, নিউইয়র্ক কিংবা দুনিয়ার অন্য যে কোন স্থানে বসবাসকারী বাঙালিদের জাতিসত্তাগত পরিচয় তাই এক ও অভিন্ন। বিশ্বে কুর্দী কিংবা তামিলদের মত নিজস্ব জাতিরাষ্ট্রবিহীন অনেক জনগোষ্ঠী রয়েছে, যাদের স্বতন্ত্র জাতিসত্তা আছে, কিন্তু সার্বভৌম জাতীয়তা নেই।

জাতীয়তা (nationality) হচ্ছে জাতীয় বা রাষ্ট্রীয় পরিচয়, জাতিসত্তা নয়। এটি রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত এবং বলা যায়, রাষ্ট্রই জাতীয়তা নির্ধারণ করে। সার্বভৌম রাষ্ট্রের অধিবাসীদের একক রাষ্ট্রীয় পরিচিতির ক্ষেত্রে তাই আন্তর্জাতিকভাবে পাসপোর্ট, ভিসা, জাতীয়তা-সনদ, পরিচয়পত্র, ইত্যদিতে ‘জাতীয়তা’ শব্দটি ব্যবহার করা হয় এবং সেটি জাতিসত্তা নয়, বরং নাগরিকত্ব বোঝায়। ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর দৃষ্টান্ত এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। ভারতে বহু জাতিসত্তার মানুষের বসবাস হলেও তাদের সবার রাষ্ট্রীয় পরিচয় বা জাতীয়তা হচ্ছে ভারতীয়।

একইভাবে জাতিসত্তার দিক থেকে প্রকৃতপক্ষে ব্রিটিশ জাতি বলে কিছু নেই, আছে ব্রিটিশ নাগরিক। কারণ যুক্তরাজ্য রাষ্ট্রটি ইংরেজ, স্কটিশ, ওয়েলশ ও আইরিশ জাতির আবাসস্থল। সম্মিলিত, একক রাষ্ট্রীয় পরিচয়ের ক্ষেত্রে তাদের পৃথক জাতিসত্তার কোন প্রয়োগ নেই এবং তা বাস্তবসম্মতও নয়। তাই তাদের পাসপোর্টে জাতীয়তা হিসেবে লেখা থাকে ব্রিটিশ নাগরিক।

আর অভিবাসীদের দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতিসত্তা ও বহুধা সংস্কৃতিতে বিভক্ত অধিবাসীদের যতই আমেরিকান জাতি বলা হোক না কেন, এটি মূলত তাদের রাজনৈতিক বা রাষ্ট্রীয় পরিচয় মাত্র। অথচ মজার ব্যাপার হচ্ছে, দেশটির আদি বাসিন্দা রেড ইন্ডিয়ানদের ১৯২৪ সালের আগে নাগরিকত্বের অধিকারই ছিল না।

অন্যদিকে আরব দেশগুলোর অধিবাসীরা সবাই ভাষাভিত্তিক জাতিসত্তার দিক থেকে আরব হলেও দেশভেদে তাদের সবার জাতীয়তা আলাদা। একই আরব জাতিসত্তার হওয়া সত্বেও একীভূত নিখিল আরব জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় গত শতকে গামাল আবদেল নাসেরদের প্রচেষ্টা সফল হয়নি। তাই ২২টি আরব দেশের অধিবাসীদের জাতিসত্তা এক, কিন্তু জাতীয়তা ভিন্ন। তাদের কেউ মিশরীয়, কেউ কুয়েতী, আবার কেউ সিরীয়, ইত্যাদি।

তবে কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে জাতিসত্তা ও জাতীয়তা একই অর্থ বহন করে। বিশেষ করে, কোন কোন সার্বভৌম অস্তিত্বহীন জাতি (যেমন, স্পেনের অন্তর্ভুক্ত ক্যাটালোনীয়, আন্দালুসীয়, বাস্কসহ বিভিন্ন জাতি) কিংবা ফেডারেল রাষ্ট্রের (যেমন, রাশিয়ার) অন্তর্ভূক্ত ভিন্ন ভিন্ন জাতিসমূহের স্বতন্ত্র পরিচিতির ক্ষেত্রে জাতীয়তা ধারণাটির ব্যবহার হতে দেখা যায়। তবে এ ক্ষেত্রে জাতীয়তা তাদের নামমাত্র রাজনৈতিক পরিচয়, সার্বভৌম রাষ্ট্রীয় পরিচয় নয়। তাদের সবার একক রাষ্ট্রীয় পরিচিতির জন্য তাই নাগরিকত্ব শব্দটি ব্যবহৃত হয়।

রাষ্ট্রের অস্তিত্ব বা কাঠামো পরিবর্তনের সাথে সাথে এর অধিবাসীদের জাতীয়তা বা রাষ্ট্রীয় পরিচয় পরিবর্তিত হতে পারে, কিন্তু তাদের জাতিসত্তা কখনও পরিবর্তিত হয় না। ব্রিটিশ কিংবা পাকিস্তান আমলে আমাদের জাতিসত্তা যেমন বাঙালি ছিল, তেমনি বাংলাদেশ আমলেও আমরা বাঙালিই আছি এবং ভবিষ্যতেও থাকব। কিন্তু আমাদের জাতীয়তা বা রাষ্ট্রীয় পরিচয় পরিবর্তিত হয়েছে বার বার।

নাগরিকত্ব (citizenship) হচ্ছে আইনের ভিত্তিতে নির্ধারিত রাষ্ট্র ও ব্যক্তির পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক। নাগরিকত্বের মাধ্যমে একদিকে যেমন ব্যক্তি তার রাষ্ট্র থেকে নির্দিষ্ট কিছু অধিকার লাভ করে, অন্যদিকে তেমনি তার ওপর রাষ্ট্রের প্রতি নির্দিষ্ট কিছু দায়িত্ব বর্তায়। নাগরিকত্বের সাথে জাতীয়তার মূল পার্থক্য হচ্ছে, জাতীয়তা থাকলেই বা রাষ্ট্রের সদস্য হলেই সব ক্ষেত্রে বিভিন্ন নাগরিক অধিকার, যেমন, ভোটাধিকার অর্জিত হয় না। তবে সাধারণভাবে জাতীয়তা ও নাগরিকত্ব প্রায় একই অর্থে ব্যবহৃত হয়।

জাতীয়তাবাদ (nationalism) হচ্ছে কোন জাতির জোরালো জাতীয়তাবোধ, যা তাদের স্বাধিকার বা স্বায়ত্বশাসন অর্জনে, এমনকি নিজেদের জন্য স্বাধীন, সার্বভৌম জাতিরাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ করে। উনিশ ও বিশ শতকে বিভিন্ন জাতির মধ্যে জাতীয়তাবাদের উন্মেষের ফলে বড় বড় সাম্রাজ্য ও উপনিবেশ ভেংগে বহু জাতিরাষ্ট্রের জন্ম হয়। জাতীয়তাবাদ ধারণাটি একদিকে যেমন একটি জনগোষ্ঠীর স্বতন্ত্র জাতিসত্তাবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠতে পারে (জাতিসত্তাভিত্তিক জাতীয়তাবাদ বা ethnic nationalism), অন্যদিকে তেমনি একটি রাষ্ট্রের বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিবাসীদের রাষ্ট্রভিত্তিক সম্মিলিত মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত হতে পারে (উদারনৈতিক জাতীয়তাবাদ বা liberal nationalism)। যে কোন ধরণের জাতীয়তাবাদই অন্য জাতি কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে কোন জাতি কিংবা রাষ্ট্রের প্রাধান্য এবং এমনকি আগ্রাসন পর্যন্ত প্রতিষ্ঠা করে থাকে।

এখন বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশি জাতীয়তাবাদের ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষিত এবং জাতীয় পরিচয় নির্ধারণে এদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করা যাক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মূল ভিত্তি ও চেতনা ছিল জাতিসত্তাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদ। তদানীন্তন পূর্ব পাকিস্তানের বাঙালি জনগোষ্ঠীটি নিজেদের জন্য একটি স্বাধীন জাতিরাষ্ট্র গঠনের আকাঙ্খা থেকেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। ধর্মভিত্তিক জাতীয়তাবাদের বিরুদ্ধে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের এ লড়াই শুরু হয়েছিল বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধের আগে অসহযোগ আন্দোলনের সময় পূর্ব বাংলা জুড়ে ধ্বনিত হয়েছিল, “বীর বাঙালী অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।” বাংলাদেশি নামে কোন জাতি কিংবা জাতীয়তাবাদের কথা তখন শোনা যায়নি।

তবে স্বাধীনতার পর অন্তত দেশের নাগরিকদের রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় নির্ধারণ করার ক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদের প্রয়োগে তদানীন্তন রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়নি। বাহাত্তরের মূল সংবিধানে ঘোষিত হয়েছিল, “বাংলাদেশের নাগরিকগণ বাঙালী বলিয়া পরিচিত হইবেন”। এটি ছিল বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর পৃথক অস্তিত্বকে অস্বীকার করার সমান। এমনকি ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীসমূহের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লার্মা তদানীন্তন গণপরিষদে এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করলে বঙ্গবন্ধু তাদের বাঙালি হওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে কথিত আছে।

অথচ প্রথম থেকেই বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর পৃথক অস্তিত্বকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া উচিত ছিল। তা হয়নি বলেই তারা পরবর্তীতে স্বাধিকারের দাবিতে সশস্ত্র ও সহিংস পন্থা বেছে নেয়। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এসব ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠী সামগ্রিকভাবে অংশগ্রহণ করেনি। তারা হয়ত ভেবেছিল, এ সংগ্রাম বাঙালির এবং এটি সফল হলে বাঙালিরা একটি স্বাধীন দেশ পাবে, কিন্তু তারা বাঙালিদের পরাধীনই থেকে যাবে। বাহাত্তরের সংবিধান কি সে সাক্ষ্যই দেয় না?

বাংলাদেশের সকল অধিবাসীর একক রাষ্ট্রীয় পরিচয় তথা বাঙালি নাগরিকত্ব নিয়ে তাই গোড়া থেকেই একটা সংশয় ছিল। এ ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে, বাঙালি নাগরিকত্বের কথা বলা হলেও তখন বাংলাদেশি পাসপোর্টে জাতীয়তার স্থলে নাগরিকত্ব উল্লেখে বাঙালি লেখা থাকত না–বরং লেখা থাকত সিটিজেন অব বাংলাদেশ বা বাংলাদেশের নাগরিক। তার মানে, সংবিধানে ঘোষিত হলেও বাঙালি নাগরিকত্ব বাস্তবে প্রয়োগ করা হয়নি। তাছাড়া রাষ্ট্রের অধিবাসীরা জাতীয়তাবাদে বাঙালি হলে নাগরিকত্ব বা রাষ্ট্রীয় পরিচয়েও তাদের বাঙালিই হতে হবে–এমন কোন কথা আছে কি? তাছাড়া কোন বিদেশি ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করলে সংবিধান অনুসারে তিনি কীভাবে ‘বাঙালি’ নাগরিক হতেন?

জাতীয়তাবাদ যে কখনো কখনো সাম্প্রদায়িকতায়ও রূপ নিতে পারে, ব্রুট মেজরিটির জোরে ভিন্ন জাতিসত্তার সংখ্যালঘু পাহাড়ি জনগোষ্ঠীদের বাঙালি বানানোর প্রচেষ্টা সেটিই প্রমাণ করে। সংখ্যাগরিষ্ঠের ধর্মকে রাষ্ট্রধর্ম করা হলে তা যদি সাম্প্রদায়িকতা হয়, তবে সংখ্যাগরিষ্ঠের ভাষা কিংবা জাতীয়তা সংখ্যালঘুর ওপর রাষ্ট্রীয়ভাবে চাপিয়ে দেওয়া হলে তা কেন সাম্প্রদায়িকতা হবে না? যেখানে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সংখ্যাগরিষ্ঠের আগ্রাসন থেকে সংখ্যালঘুর সাংবিধানিক রক্ষাকবচ নিশ্চিত করা, সেখানে শুধু সংখ্যাগরিষ্ঠের জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি কি উল্টো রাষ্ট্র কর্তৃক সবলের পক্ষাবলম্বন নয়? সুতরাং জাতিসত্তাভিত্তিক জাতীয়তাবাদ সার্বভৌম জাতিরাষ্ট্র সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখলেও স্বাধীনতা-উত্তর সময়ে সেই রাষ্ট্রের সব জাতিগোষ্ঠীর সমবিকাশে তা ইতিবাচক না-ও হতে পারে। আধুনিক বিশ্বে কল্যাণকামী রাষ্ট্রব্যবস্থায় তাই এ ধরণের অসার্বজনীন জাতীয়তাবাদের উপযোগিতা কমে আসছে।

এরপর ১৯৭৮ সালে জিয়াউর রহমান সামরিক ফরমানবলে বাংলাদেশের নাগরিকদের পরিচয় ‘বাংলাদেশী’ নির্ধারণ করেন। একই সাথে তিনি সংবিধান থেকে বাঙালি জাতীয়তাবাদ অপসারণ করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে স্বপ্রতিষ্ঠিত রাজনৈতিক দলের মূলনীতি হিসেবে গ্রহণ করেন। জেনারেল জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা হলেও একসময় তিনি বাঙালি জাতীয়তাবাদেই বিশ্বাস করতেন। ১৯৭৪ সালে সাপ্তাহিক ‘বিচিত্রা’য় বাংলাদেশ সেনাবাহিনীর তদানীন্তন উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান, বীর উত্তম ‘একটি জাতির জন্ম’ নামে একটি নিবন্ধের শুরুতেই লিখেছিলেন, “পাকিস্তান সৃষ্টির পর পরই ঐতিহাসিক ঢাকা নগরীতে মিঃ জিন্নাহ যে দিন ঘোষণা করলেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, আমার মতে ঠিক সেদিনই বাঙালী হৃদয়ে অংকুরিত হয়েছিল বাঙালী জাতীয়তাবাদ। জন্ম হয়েছিল বাঙালী জাতির।”

তাত্ত্বিক দিক থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ ভুল তত্ত্ব নয়। বরং এটি একটি রাষ্ট্রকেন্দ্রিক উদারনৈতিক জাতীয়তাবাদ হতে পারত। এটি অস্বীকার করার উপায় নেই যে ভাষা, সংস্কৃতি, জীবনাচরণ, খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, মূল্যবোধ, জাতিগত আশা-আকাঙ্ক্ষা, ইত্যাদি নানা বিষয়ে আজকের বাংলাদেশ নামের ভূখণ্ডটির অধিবাসীরা একদিকে যেমন তাদের ভারতীয় বাঙালি ‘জাতভাই’দের থেকে স্বতন্ত্র, অন্যদিকে তেমনি তাদের আরবি-ফারসি-উর্দুভাষী ‘ধর্মভাই’দের থেকেও আলাদা। সুতরাং একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের স্বাতন্ত্র্যমণ্ডিত সব অধিবাসীর সমবিকাশের ক্ষেত্রে বাংলাদেশি জাতীয়তাবাদ একটি কার্যকরী অনুঘটক হতে পারত। আধুনিক রাষ্ট্রে উদারনৈতিক জাতীয়তাবাদই সব জাতিগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করতে পারে। আর তাই বিশ্ব-ইতিহাসে একক জাতিসত্তাভিত্তিক জাতীয়তাবাদ থেকে রাষ্ট্রকেন্দ্রিক উদারনৈতিক জাতীয়তাবাদে উত্তরণের দৃষ্টান্তও কম নেই।

কিন্তু জেনারেল জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ নিঃসন্দেহে সংকীর্ন ও ত্রুটিযুক্ত। প্রথমত, দেশের সব নাগরিককে বাংলাদেশি আখ্যা দেওয়া হলেও এতে ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীসমূহের আলাদা সাংবিধানিক স্বীকৃতির কথা বলা হয়নি, বরং তাদের পৃথক জাতিসত্তা ও অস্তিত্বের বিষয়টি উপেক্ষিতই রয়ে যায়। দ্বিতীয়ত, বাংলাদেশি জাতীয়তাবাদেও একটি সাম্প্রদায়িক উপাদান রয়েছে, সেটি হল ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার প্রয়োগ। তাই অনেকে বলেন, এর সাথে মিল রয়েছে ধর্মভিত্তিক দ্বি-জাতি তত্ত্বের, যা আমরা একাত্তরেই পরিত্যাগ করেছি। সুতরাং বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশি জাতীয়তাবাদ উভয়ই ভিন্নভাবে সাম্প্রদায়িকতা-দোষে দুষ্ট। সবচেয়ে বড় কথা, বর্তমান বাংলাদেশে এ দুটো জাতীয়তাবাদই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত একদেশদর্শী তত্ত্ব বা ধারণা, যা জাতিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বিভক্ত করে রেখেছে।

সম্প্রতি আপিল বিভাগ বাংলাদেশের নাগরিকদের ‘বাংলাদেশি’ জাতীয়তা বা রাষ্ট্রীয় পরিচয় সমুন্নত রেখে রায় দিয়েছে। উচ্চ আদালত বলেছে, বাঙালি হিসেবে পরিচিতির নির্দেশ দেওয়া হলে নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের নাগরিকরা দেশের বাইরে বিভিন্ন জটিলতা ও সমস্যায় পড়বে এবং বাংলাদেশি জাতীয়তা উল্লেখিত পাসপোর্টসহ এ সংক্রান্ত সব সরকারি কাগজপত্র পরিবর্তন করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল অর্থ ব্যয় করতে হবে বিধায় জনস্বার্থে এ রায় দেওয়া হয়েছে। যে দেশে বিভিন্ন সরকারের আমলে নাম পরিবর্তনের অপরাজনীতি চর্চায় হাজার হাজার কোটি টাকা ব্যয় করা নস্যি, সে দেশে জাতীয়তা পরিবর্তনের মত একটি মৌলিক বিষয়ে অন্তত অর্থ ব্যয়ের যুক্তিটি ঠিক ধোপে টেকে না।

অন্যদিকে উচ্চ আদালতের উক্ত রায়ের ফলে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে বাঙালি জাতীয়তাবাদও বহাল হয়েছে। বলা যায়, এ রায় হল আমাদের বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশি জাতীয়তা, এ দুয়ের মধ্যে এক ধরণের আইনি সমঝোতা। তবে উচ্চ আদালত বলেছে, জাতীয়তাবাদ বিষয়টি রাজনৈতিক বিধায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জাতীয় সংসদের।

মোদ্দা কথা হচ্ছে, বাঙালি আমাদের জাতিসত্তাগত পরিচয় আর বাংলাদেশি আমাদের রাষ্ট্রীয় পরিচয়। দেশের বাইরে আমাদের বাংলাদেশি পরিচয় ব্যবহার করার পক্ষে জোরালো কিছু যুক্তিও রয়েছে। আগেই বলেছি, রাষ্ট্রের অধিবাসীদের পরিচিতির ক্ষেত্রে জাতিসত্তা নয়, বরং রাষ্ট্রীয় পরিচয় বা জাতীয়তাই আগে আসে। এ ক্ষেত্রে আবারও অন্যান্য দেশের অধিবাসীদের উদাহরণ টানা যেতে পারে। একজন ভারতীয় বাঙালি দেশের বাইরে তার কোন্‌ পরিচয়টি আগে দেয়? নিশ্চয়ই ‘ভারতীয়’ পরিচয়, জাতিসত্তাগত ‘বাঙালি’ পরিচয় নয়। একইভাবে দেশের বাইরে একজন যুক্তরাজ্যবাসী ইংরেজের প্রথম পরিচয় হচ্ছে ‘ব্রিটিশ’ এবং একজন মিশরীয় আরবের প্রথম পরিচয় হচ্ছে ‘মিশরীয়’। সুতরাং বাংলাদেশের অধিবাসী একজন বাঙালি বা চাকমার প্রথম পরিচয় হওয়া উচিত ‘বাংলাদেশি’–বাঙালি বা চাকমা নয়।

তাছাড়া বাংলাদেশি পরিচয়ের মধ্যেই রক্ত দিয়ে কেনা আমাদের প্রিয় মাতৃভূমির নাম, প্রতিনিধিত্ব ও সার্বভৌমত্ব নিহিত রয়েছে। সারা দুনিয়ার কাছে ডঃ ইউনূস নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশি, কোনভাবেই প্রথম বাঙালি নন। এক্ষেত্রে তাঁর বাংলাদেশি পরিচয় একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীসহ সব মানুষের প্রতিনিধিত্ব করে। এসব কারণে আমাদের বাংলাদেশি পরিচয়টিই বেশি যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত।

উপসংহারে বলা যায়, আমরা একই সাথে বাঙালি ও বাংলাদেশি। ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীসমূহ বাদে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জাতিসত্তার দিক থেকে বাঙালি এবং এ পরিচয় অপরিবর্তনীয়। অন্যদিকে ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীসহ এদেশের সব অধিবাসীর রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় হচ্ছে বাংলাদেশি। দেশের বাসিন্দা সব বাঙালিই বাংলাদেশি, কিন্তু বাংলাদেশিরা সবাই বাঙালি নয়। আর বর্তমান রাষ্ট্রকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় সাধারণত রাষ্ট্রের পরিচয়েই অধিবাসীদের জাতীয়তার পরিচিতি। তাই বিশ্বসভায় আমাদের প্রথম ও প্রধান পরিচয় হওয়া উচিত, আমরা বাংলাদেশি।


http://amarlekha.blog.com/?p=152