Powered By Blogger

শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১১

প্রিমিয়াম কুকি ব্যবহার করে প্রিমিয়াম ইউসার হওয়ার বিস্তারিত নিয়ম।

আমরা সবাই কমবেশী ফাইল ইন্টারনেট হতে ডাউনলোড করে থাকি। কিন্তু সব সাইট বা ফোরাম তাদের ফাইলসমূহ Mediafire এ আপলোড করে না। বলতে গেলে ৮০% সাইট তাদের ফাইলসমূহ রেপিডশেয়ার, হটফাইল, ফাইলসনিক, মেগাআপলোড, ফাইলসার্ভ ইত্যাদি সাইটে আপলোড করে থাকে। কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া এসব সাইট থেকে কোন ফাইল ডাউনলোড করা অত্যন্ত ঝামেলার কাজ। রিজিউম সাপোর্ট পাওয়া যায় না, ক্যাপচা এন্ট্রি করতে হয়, প্যারালাল ডাউনলোড করতে যায় না, কিছু সময় ওয়েট করতে হয় এছাড়া আরও অনেক ঝামেলা থাকে।
প্রিমিয়াম কুকি দিয়ে প্রিমিয়াম ইউসারের মতই ডাউনলোড করা যায়। প্রিমিয়াম কুকি ফায়ারফক্সে ব্যবহার করতে হলে এখান থেকে অ্যাড-অনটি ডাউনলোড করে ইন্সটল করুন। এবার ফায়ারফক্স রিস্টার্ট দিয়ে Tools> Cookies Manager+ এ যান। এবার নিচের ছবির মত Search বক্সে Filesonic লিখুন।
এখানে লক্ষ্য করুন PHPSESSID নামে কোন ভ্যালু আছে কিনা। যদি থাকে তাহলে ContenT বক্সে আপনার প্রিমিয়াম কুকিটি Paste করে Save করে ক্লোজ করুন। এবার Filesonic.com এ ঢুকলে দেখতে পাবেন আপনি প্রিমিয়াম ইউসার হয়ে গেছেন। এবার কোন ফাইলসনিকের ফাইল কপি করে অ্যাড্রেসবারে পেস্ট করলেই ডাউনলোড শুরু হবে।
যদি PHPSESSID ভ্যালু না থাকে, তাহলে Cookies Manager ওপেন করে Search বক্সে Filesonic লিখুন। তারপর অ্যাড বাটনে ক্লিক করুন। এবার নিচের ছবির মত Nameবক্স এ লিখুন PHPSESSID, Content এর ঘরে আপনার প্রিমিয়াম কুকি, Host এর ঘরে .filesonic.com(ডট দিতে হবে) এবং Path এর ঘরে / দিন। এবার আগের মত সেভ করে ক্লোজ করে ব্যবহার শুরু করুন।
উপরে শুধু ফাইলসনিকের নিয়ম দেখিয়েছি। যদি অন্য সাইট হয়, যেমন- Hotfile.com বা Fileserve.com, তাহলে শুধু Name, Content এবং Host পরিবর্তন হবে। হোস্ট এর ঘরে লিখবেন .hotfile.com বা .fileserve.com বা অন্য কোন সাইট। Content এর ঘরে সেই সাইটের প্রিমিয়াম কুকি এবং Name এর ঘরে নিচের মত সাইটের নাম অনুযায়ি Name দিনঃ-
  • Filesonic.com এর জন্য Search করুন filesonic এবং নেম হিসাবে দিন PHPSESSID
    Hotfile.com এর জন্য Search করুন hotfile এবং নেম হিসাবে দিন auth
    Megaupload.com এর জন্য Search করুন megaupload এবং নেম হিসাবে দিন user
    Rapidshare.com এর জন্য Search করুন rapidshare এবং নেম হিসাবে দিন enc
    Fileserve.com এর জন্য Search করুন fileserve এবং নেম হিসাবে দিন PHPSESSID
    Oron.com এর জন্য Search করুন oron এবং নেম হিসাবে দিন xfss
    Depositfiles এর জন্য Search করুন depositfiles এবং নেম হিসাবে দিন autologin
    Netload.in এর জন্য Search করুন netload এবং নেম হিসাবে দিন cookie_user

ভিডিও ধারণ করুন আপনার কম্পিউটারের স্ক্রীন


আসসালামুয়ালাইকুম।আশা করি সবাই ভাল আছেন।
আজ আপনাদের সাথে খুবই দরকারি একটি সফ্টওয়্যার শেয়ার করব।আশা করি
সবার ভাল লাগবে।
আমরা অনেক সময় বিভিন্ন মেসেন্জারে বন্ধুদের সাথে ভিডিও এবং ভেয়স চ্যাট
করি।হয়ত এই ভিডিও এবং কথাগুলো ধারণ করতে হতে পারে।
এছাড়া এটি টিউটোরিয়াল এর কাজে লাগবে।আপিন চাইলেই আপনার স্ক্রীনের নিদৃষ্ট
অংশকে ধারণ করতে পারেবন খুব সহজেই।
সফ্টওয়্যরটি ফুল ভার্সন হওয়ায় কোন লিমিটেশন ছাড়াই ভিডিও রেকর্ড করতে
পারবেন।
চলুন শুরূ করা যাকঃ
প্রথমে এখানে ক্লিক করে ৫ সেকেন্ড অপেক্ষা করে SKIP AD এ ক্লিক করে সফ্টওয়্যারটি নামিয়ে নিন।
.rar ফাইল থেকে মূল ফাইলে যেয়ে Easy Video Capture
ফাইেল ডাবল ক্লিক করে সেটাপ করুন।এর পর নিচের ছবিটির মত আসবে।
Try এ ক্লিক করে একবার ওেপন করুন।উপরে Help থেকে About এ
ক্লিক করেলই ছিবিটির মত দেখাবে যে আপিন Trial ভার্সন ইউজ করেছন।
চলুন ফুল ভার্সন করে নিই।তার আগে সফ্টওয়্যরটি ক্লোজ কের নিন।টাস্কবার
থেকেও ক্লোজ কের দিন।
এরপর মূল ফাল্ডার থেকে VideoCap নামের ফাইলটিকে কপি করে
C:\Program Files\Easy Video Capture এ পেষ্ট
করুন।
ব্যস কাজ শেষ।আবার উপরে Help থেকে About এ ক্লিক করলেই ছবিটির
মত দেখাবে যে আপিন Full ভার্সন ইউজ করছেন।
সফ্টওয়্যরটি ওেপন করুন।ছবির মত আউটপুট ফাল্ডার নির্বাচন করুন।
এরপর Recording এ ক্লিক করলে ছবির মত মাউেসর লেফ্ট বাটন দিয়ে ধরে রেখে শুধুমাত্র যেই জায়গাটা ভিডিও করবেন তা সিলেক্টক করুন।
যতক্ষন ইচ্ছে ভিডিও ধারণ করুন।
মনে রাখেবন ভিডিওগুলা .avi HD
ফরম্যাট এ ধারন করা হয়।প্রতিবার রেকর্ডিং এর সময় নতুন ফাইলটির নাম দিয়ে
সেভ করবেন।তা না হলে আগের ধারণকৃত ফাইলটি চলে যাবে।
এছাড়া ভেয়স রেকর্ডিং এর জন্য আপনার microphone যদি অটো না পায়
তবে Record Options থেকে ঠিক করে নিন।
সাথে দেওয়া ইনফো PDF ফাইলটি পড়তে ও ভাল লাগলে জানাতে ভুলবেননা।
ধন্যবাদ।সবাই ভাল থাকুন।

ছোট একটা প্রোগ্রাম কিন্তু অনেক দামি কাজ করে ।আপনার Ram এর গতি বাড়াতে সহায়ক হবে।

অনেক সময় দেখা যায় যে যারা দীর্ঘসময় ধরে পিসি চালালে প্রথম দিকের চাইতে শেষের দিকে পিসির গতি কিছুটা ধীর মনে হয় ।আপনি ছোট একটা প্রোগ্রাম দিয়ে মাঝে মাঝে গতি ধীর মনে হলে বাড়িয়ে নিতে পারেন।



 এজন্য আপনাকে নিচের পদ্ধতি অনুসরন করতে হবে। প্রথমে আপনি নোটপ্যাডে লিখুন         mystring=(80000000) এবার এটিকে *.vbe ফাইল আকারে সেভ করে ফেলুন

অথবা  myscript=(80000000) কোডটি ব্যাবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে *.vbs আকারে নোটপ্যাডটি সেভ করতে হবে।

এবার যখন আপনার পিসি একটু ধীর মনে হবে তখনই আপনি এই সেভ করা ফাইল যেকোন টিতে ক্লিক দিবেন দেখবেন আপনার পিসি আবার আগের গতি ফিরে পেয়েছে।

ল্যাপটপের ব্যাটারি দীর্ঘজীবী হোক

যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য নিয়ে এলাম, ল্যাপটপের ব্যাটারি কে মনিটরিং করার জন্য ছোট একটি সফট। যার নাম BatteryCare নামের দারুন এক সফটওয়্যার, যা দিয়ে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি, হার্ড ডিস্ক ও সিপিইউ এর তাপমাত্রা কে দেখতে পারবেন এবং সে অনুযায়ী ল্যাপটপের ব্যাটারি কে অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে রক্ষা করে ব্যাটারির আয়ুকে দীর্ঘ করে নিতে পারেন। এজন্য আপনাকে http://www.pchelplinebd.com/?p=30669 এখান থেকে ডাউনলোড করে নিতে হবে BatteryCare মাত্র 1.28 মেগাবাইট ও সম্পূর্ণ ফ্রী। ডাউনলোড করে ইন্সটল করুন।
চিত্রসহ সফটওয়্যার ব্যবহারের নিয়ম দেখুন এখানে-
http://www.pchelplinebd.com/?p=30669