Powered By Blogger

শনিবার, ৩০ এপ্রিল, ২০১১

সিলেটে UniPay2U বিনিয়োগকারীদের আল্টিমেটাম

ইউনিপে টু ইউ’র সিলেটের কয়েক হাজার গ্রাহক এবার রাস্তায় নেমেছেন। বিনিয়োগ ফেরতের নিশ্চিয়তা ও গ্রাহকদের জব্দকৃত ব্যাংক হিসাব খুলে দেওয়ার দাবিতে গতকাল তারা নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন। সমাবেশ থেকে তারা তাদের দাবি বাস্তবায়নে সরকারকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর কর্মসূচি নিয়ে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন।
গতকাল সকালে ইউনিপে টু ইউ’র সহস্রাধিক নারী-পুরুষ গ্রাহক শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন। পরে আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ইউনিপে টু ইউ সিলেট গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, ইউনিপে গ্রাহক গোলাম সারওয়ার, বদরম্নল ইসলাম শাহজাহান, এনামুল ইসলাম, আবদুস সালাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারই ইউনিপে টু ইউকে দেশে ব্যবসা করার অনুমতি দিয়েছে। সরকারের অনুমতি থাকায় গ্রাহকরা কোম্পানিটিতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। এখন গ্রাহকদের ব্যাংক হিসাব জব্দ করায় সিলেটের কয়েক হাজার গ্রাহক পথে বসার উপক্রম হয়েছে। আগামী দশ দিনের মধ্যে গ্রাহকদের ব্যাংক একাউন্ট খুলে না দিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা।
মানববন্ধন ও সমাবেশ প্রসঙ্গে ইউনিপে টু ইউ’র সিলেট গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিনিয়োগ ফেরত পাওয়া ও ব্যাংক হিসাব খুলে দেওয়ার দাবিতে আগামী বুধবার তারা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি দেবেন। স্মারকলিপি প্রদানের এক সপ্তাহের মধ্যে সরকার কোনো উদ্যোগ না নিলে তারা কঠোর কর্মসূচি নিয়ে রাস্তায় নেমে তারা দাবি আদায় করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন